• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কলকাতাকে জিতিয়ে রাসেলের রেকর্ড

বেঙ্গালুরু— শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলকে জয় তুলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর হলেন সেই আন্দ্রে রাসেল৷ আন্দ্রে রাসেল বলতেই কলকাতা দলে সবচেয়ে দুর্ধর্ষ ব্যাটসম্যান৷ শুধু ব্যাটসম্যান নয়, বোলিংয়ের দাপটে প্রতিপক্ষ দলের উইকেট একের পর এক ভেঙে যায়৷ অর্থাৎ অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেল সবার কাছে অত্যন্ত জনপ্রিয়৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ রান

বেঙ্গালুরু— শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দলকে জয় তুলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর হলেন সেই আন্দ্রে রাসেল৷ আন্দ্রে রাসেল বলতেই কলকাতা দলে সবচেয়ে দুর্ধর্ষ ব্যাটসম্যান৷ শুধু ব্যাটসম্যান নয়, বোলিংয়ের দাপটে প্রতিপক্ষ দলের উইকেট একের পর এক ভেঙে যায়৷ অর্থাৎ অলরাউন্ডার হিসেবে আন্দ্রে রাসেল সবার কাছে অত্যন্ত জনপ্রিয়৷ বেঙ্গালুরুর বিরুদ্ধে ২৯ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন রাসেল৷ আইপিএল ক্রিকেটের ইতিহাসে আন্দ্রে রাসেলই হলেন দ্বিতীয় অলরাউন্ডার, যিনি ব্যাটে ২০০০ রান করেছেন আর ১০০টি উইকেট পেয়েছেন৷ কেকেআরের হয়ে প্রথম তিনি বল করতে আসেন বেঙ্গালুরুর ব্যাটসম্যানদের সামনে৷

ঘরের মাঠে বেঙ্গালুরু দল ১৮২ রানে আটকে যায়৷ রাসেল মোট ৪ ওভার বল করেছিলেন৷ তিনি ২৯ রান দিয়েছেন এবং দু’টি উইকেট পেয়েছেন৷ দু’টি উইকেট পাওয়ার ফলে বোলার হিসেবে আইপিএল ক্রিকেটে ১০০টি উইকেট তুলে নজির গড়েন৷ কলকাতা দলের হয়ে খেলার আগে রাসেল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন৷ দুই দল মিলিয়ে রালে মোট ১১৪টি ম্যাচ খেললেন আইপিএল ক্রিকেটে৷ রান করেছেন ২,৩২৬৷ এখানে উল্লেখ করা যেতে পারে, কেকেআরের হয়েই তিনি ১০০টি উইকেট পেয়েছেন৷

আন্দ্রে রাসেল ছাড়া আইপিএল ক্রিকেটে আরও একজন ক্রিকেটার ২০০০ রান ও ১০০টি উইকেট পেয়েছেন৷ তিনি হলেন চেন্নাই সুপার কিংসের রবীন্দ্র জাদেজা৷ তিনি রাজস্থান রয়্যালস, কোচি টাস্কার্স এবং গুজরাত লায়ন্সের হয়েও খেলেছেন৷ তিনি ২২৮টি ম্যাচে ২৭২৪ রান করেছেন৷ সেই সঙ্গে নিয়েছেন ১৫২টি উইকেট৷ ম্যাচে বিরাট কোহলি ৮৩ রানে ভর করে বেঙ্গালুরু দল ১৮২ রানে থমকে যায়৷ তার জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৯ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়৷ কলকাতা দল ৩ উইকেট হারিয়ে ১৮৩ রান করে এবং সাত উইকেটে জেতে৷ কলকাতার হয়ে ওপেন করতে আসেন সুনীল নারাইন৷ তিনি ২২ বলে ৪৭ রান করেন৷