• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কী দল করল আরসিবি, ২০০ রানও পায় না: ভাজ্জি

দিল্লি– কেউ বলছেন আরসিবিকে প্রথমে ব্যাট করতে হলে ২২০ থেকে ২৩০ রানের টার্গেট নিয়ে খেলতে হবে৷ কিন্ত্ত কেকেআরের বিরুদ্ধে ১৮২ রানে আটকে যেতে অন্তত ৫০ রান পিছিয়ে থেকে তারা ফল্ডিং করতে নামল৷ ওরা ব্যাটিং নির্ভর দল৷ সেখানে ব্যাটসম্যানরা রান করতে না পারলে দল জিতবে কীভাবে! তা হলে এটাই ধরে নেওয়া হবে যে সব ম্যাচে আরসিবিকে

দিল্লি– কেউ বলছেন আরসিবিকে প্রথমে ব্যাট করতে হলে ২২০ থেকে ২৩০ রানের টার্গেট নিয়ে খেলতে হবে৷ কিন্ত্ত কেকেআরের বিরুদ্ধে ১৮২ রানে আটকে যেতে অন্তত ৫০ রান পিছিয়ে থেকে তারা ফল্ডিং করতে নামল৷ ওরা ব্যাটিং নির্ভর দল৷ সেখানে ব্যাটসম্যানরা রান করতে না পারলে দল জিতবে কীভাবে!
তা হলে এটাই ধরে নেওয়া হবে যে সব ম্যাচে আরসিবিকে ২২০ রানের বেশি তুলতে হবে৷ না হলে পরে ব্যাট করতে হলে টার্গেটের পিছনে ছুটে এগোতে হবে৷ তখন সামনে থাকবে কত রানে তাদের পা রাখতে হবে৷ তা হলেই তারা জিততে পারবে৷

এভাবে কি ক্রিকেট হয়! আসলে লিগের ম্যাচে সেটা করতে পারলেও নকআউটে গিয়ে তারা আটকে যাবে৷ এমন কথাা শোনাচ্ছেন হরভজন সিং৷ নিজের ইউটিউব চ্যানেলে আরসিবি-কেকেআর ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলছেন, ওদের বোলিং দেখলে অবাক হতে হয়৷ দল গড়ার সময় ওরা কখনও বোলিং নিয়ে ভাবেনি৷ ওদের প্রথম একাদশ দেখে এটা সামনে চলে আসে৷ ওদের বোলিং লাইনআপ দেখুন৷ সিরাজ এই ফরম্যাটে কবে ভাল বল করবে কেউ জানে না৷ বাকিদের নাম কে বলতে পারবেন! আলজারি যোশেফ শর্ট বল ছাড়া কিছু করছে না৷ যশ দয়ালের উপর ভরসা করে এগোতে গেলে আটকে যেতে হবে৷ দলে ভাল স্পিনারই বা কোথায়৷ বিজয়কুমারকে ওরা খেলাল৷ খারাপ বোলিং করল না৷ হাতে ছিল করন শর্মা৷ রিস্ট স্পিনারের নাম উঠলে চাহালের কথা উঠে আসবে৷ ওকে আরসিবি কেন যে ছেডে় দিল জানি না৷ আইপিএল জিততে গেলে বোলিং ভাল না হলে মার খেতে হবে৷ সেটাই হচ্ছে৷ এই বোলিং নিয়ে ভাল কিছু আশা করা ভুল৷

আরসিবি ব্যাটিং নির্ভর দল কেন বলা হচ্ছে! উত্তর দিতে গেলে যে নামগুলি সামনে আসবে সেগুলি হল ফাফ, বিরাট, গ্রিন, ম্যাক্সের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা আছে৷ এটা দেখে বলে দেওয়া যায় যে ওরা ব্যাটিং শক্তিশালী করে দল গড়তে ভালবাসে৷ হরভজন বলছেন, প্রথমে সব বিদেশিদের সামনে নিয়ে আসছে৷ প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে তিনজন বিদেশি নামছে৷ ওদের সঙ্গে আছে বিরাট৷ পাঁচ নম্বর থেকে ভারতীয় ব্যটসম্যানদের কথা ভাবা হচ্ছে৷ কেন! রজত পাতিধারকে নামানে হচ্ছে পাঁচ নম্বরে৷ তখন নেমে বড় স্ট্রোক করে খেলতে গিয়ে উইকেট দিয়ে চলে আসছে৷ তিন ম্যাচে রজত করেছে ২১ রান৷ ওকে কেন তিন নম্বরে নিয়ে আসা হচ্ছে না৷ গ্রিন বা ম্যাক্স জাতীয় দলের হয়ে কত নম্বরে ব্যাট করে৷ রজত শুরুর দিকে এলে নিজেকে সেট করে স্ট্রোক খেলতে পারে৷ সেটা ওর পক্ষে সম্ভব হচ্ছে না৷ এবার ওকে বাদ দিলে কী বলার থাকবে৷ পাঁচ না হলে উপরে নিয়ে এস৷ জাতীয় দলের হয়ে খেলে ফিরেছে৷ আত্মবিশ্বাস আছে৷ সুযোগ তো দিতে হবে৷ সেটা আরসিবি কবে না৷ আসলে ওরা কোনদিন ক্রিকেটার তৈরি করেনি৷ এভাবে ক্রিকেটার এনে যে কোনও জায়গায় খেলিয়ে দিয়েছে৷ পারলে ভাল, না পারলে বাইরে গিয়ে বস৷ এটা কোনও থিওরি হতে পারে না৷ তাই আরসিবি-র সাফল্য নেই৷ বড় ম্যাচে গিয়ে আটকে যাচ্ছে৷ এতবছর হয়ে গেল ওরা একবারও চ্যাম্পিয়ন হতে পারল না৷ তার নেপথ্যে এটাই কাজ করেছে৷ দলকে ব্যালান্স করে এগোতে হলে কী করতে হবে, এই ভাবনা ওদের মধ্যে না থাকলে এমনটা হতে থাকবে৷ এবার ভাবার সময় এসেছে৷ দল নিয়ে এবার ভাবুন৷ না হলে আবার একটি ব্যর্থতায় নিজেদের জডি়য়ে ধরবে৷