• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মুকুল রায়ের বাড়িতে গেলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন

অভিষেক আচার্য, বারাকপুর, ২৯ মার্চ— কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গেলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ শুক্রবার মুকুল রায়ের সঙ্গে দেখা করে ভোট প্রচার শুরু করলেন অর্জুন৷ মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুকুল রায় সম্পূর্ণ সুস্থ আছেন৷ আমাকে দেখেই চিনতে পেরেছেন৷ আমি তো অবাক হয়ে গেলাম৷ এদিন সকালে কাঁচড়াপাড়া থানা মোড়ে

অভিষেক আচার্য, বারাকপুর, ২৯ মার্চ— কাঁচরাপাড়ায় মুকুল রায়ের বাড়িতে গেলেন বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ শুক্রবার মুকুল রায়ের সঙ্গে দেখা করে ভোট প্রচার শুরু করলেন অর্জুন৷ মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুকুল রায় সম্পূর্ণ সুস্থ আছেন৷ আমাকে দেখেই চিনতে পেরেছেন৷ আমি তো অবাক হয়ে গেলাম৷

এদিন সকালে কাঁচড়াপাড়া থানা মোড়ে শিব মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করেন বিজেপি প্রার্থী অর্জুন৷ তারপর যান কাঁচড়াপাড়ায় মুকুল রায়ের বাডি়৷ এখনও সেই বাডি়তে গেরুয়া চেয়ার, পদ্মফুল নিয়ে মুকুলের সঙ্গে সাক্ষাৎ করেন অর্জুন৷ সেখান থেকে বেরিয়ে নিজের নামে দেওয়ালও লিখলেন বারাকপুরের বাহুবলী প্রার্থী৷

অর্জুন সিং আরও দাবি করেন মুকুল রায় তাঁকে বলেছেন, তিনি জিতবেন৷ অর্জুন বলেন, মুকুলদা আমাকে দেখেই বলেন, ‘আরে অর্জুন এসেছিস৷ এ বারও ভোটে তুই-ই জিতবি৷’ উল্লেখ্য, ওই কেন্দ্রের প্রার্থী পার্থ ভৌমিকও৷ তিনিও মুকুল রায়ের বাডি় গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করে এসেছিলেন৷ আশীর্বাদও নিয়ে এসেছিলেন৷

বারাকপুরে রাজনীতির চাণক্য যদি কেউ হয়ে থাকে তাহলে তিনি মুকুল রায়৷ আপাতত আক্ষরিক অর্থে তিনি ‘নেতা’! তাঁর অবস্থান নিয়ে রাজ্য রাজনীতি এখন ধোঁয়াশায়৷ যদিও তিনি বিজেপির টিকিটে জয়ী হওয়া বিধায়ক কিন্ত্ত তারপরে তিনিও তাঁর সুপুত্রকে নিয়ে ঘরওয়াপসি করেছেন৷ তারপরে তাঁকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি৷ কিন্ত্ত তাঁকে এখনও চাণক্য বলে মানে অনেকেই৷

এইদিন অর্জুন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ‘মুকুল রায় একদম সুস্থ আছেন৷’ এককালে এই অর্জুন সিং, পার্থ ভৌমিকদের ‘বড়দা’ ছিলেন মুকুল রায়৷ বলা যায় একটা সময় বারাকপুর লোকসভা কেন্দ্রে সবই হত তারই অঙ্গুলিহেলনে৷ কিন্ত্ত তিনি এখন অন্তরালে৷ যদিও তাঁর পুত্র শুভ্রাংশু রায় কিন্ত্ত ঘাসফুলের টিকিটে জয়ী কাউন্সিলর৷ কিন্ত্ত এই দিনের সৌজন্য সাক্ষাতের অন্তরালে কি লুকিয়ে আছে কোনও রহস্য?

বারাকপুরে ঘাসফুলের প্রার্থী পার্থ ভৌমিক কিন্ত্ত মুকুল রায়ের খুব কাছের বলে জানা যায়৷ কিন্ত্ত এইবার ভোটযুদ্ধে কার পাল্লা ভারী সেটা এখন নিশ্চিত করে বলার সময় আসেনি৷ তবে এই বারাকপুর লোকসভা কেন্দ্রে নজর থাকবে সবারই৷