• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

নীরজের যাত্রা শুরু দোহায়

দিল্লি– দোহা ডায়মন্ড লিগ থেকে মরশুম শুরু করতে চান ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া৷ গতবছর হ্যাংঝাউতে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন৷ তারপর আর তাঁকে কোনও প্রতিযোগিতায় নামতে দেখা যায়নি৷ এবার বছরের শেষে রয়েছে প্যারিস অলিম্পিক৷ সেই অলিম্পিকেও তিনি যে সোনা জয়ের লক্ষ্যে জ্যাভলিন থ্রো ইভেন্টে নামবেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ শুধু নীরজ নন, ভারতের

দিল্লি– দোহা ডায়মন্ড লিগ থেকে মরশুম শুরু করতে চান ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া৷ গতবছর হ্যাংঝাউতে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন৷ তারপর আর তাঁকে কোনও প্রতিযোগিতায় নামতে দেখা যায়নি৷ এবার বছরের শেষে রয়েছে প্যারিস অলিম্পিক৷ সেই অলিম্পিকেও তিনি যে সোনা জয়ের লক্ষ্যে জ্যাভলিন থ্রো ইভেন্টে নামবেন তা আর বলার অপেক্ষা রাখে না৷ শুধু নীরজ নন, ভারতের অপর জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনাও নামছেন৷ যিনি ২০২৩ বুদাপেস্টের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেছিলেন৷ দোহায় চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেজচের-ও নামার কথা৷ তাছাড়া নীরজের সামনে চ্যালেঞ্জ ছঁুডে় দিতে থাকবেন গ্রেনেডার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স৷ এক সাক্ষাতকারে নীরজ জানিয়ে দিয়েছেন তাঁর এবার লক্ষ্য কী থাকবে৷ “ব্যাক্তিগত লক্ষ্য থাকবে প্যারিস অলিম্পিকে খেতাব ধরে রাখা৷ সেই সঙ্গে আমার নজর থাকবে এবার যেন আমি ৯০ মিটারের বাধা অতিক্রম করতে পারি৷ দোহার প্রতিযোগিতা বরাবর আমি উপভোগ করি৷ দুর্দান্ত পরিবেশের সঙ্গে রয়েছে ওখানকার সুন্দর ব্যবস্থা৷ দোহাতে সবকিছু সাজানো-গোছানো৷ তাই সেখানে নামার জন্য মুখিয়ে আছি৷” নীরজের সেরা পারফরম্যান্স ৮৯.৯৪ মিটার৷ তাই এবার চেষ্টা চালাতে চান ৯০ মিটারের ঘরে জ্যাভলিন ছঁুড়তে৷ দোহায় প্রচুর ভারতীয় থাকেন৷ তাঁরা গতবার নীরজ যখন নেমেছিলেন তখন দল বেঁধে এসেছিলেন সমর্থন করতে৷ সেই কথা উল্লেখ করে ২৬ বছরের সোনার ছেলে বলেন, “বিশ্বের অন্যান্য জায়গায় তো বটেই, তবে কাতারে যেভাবে আমি ভারতীয়দের সমর্থন পেয়েছি তা সত্যি ভোলার নয়৷ এত মানুষ যে আমাকে ভালোবাসেন তা সেখানে গেলেই টের পাওয়া যায়৷ আশাকরি সেখানকার মানুষদের ভালোবাসার প্রতিদান দিতে পারব৷” বলেন নীরজ চোপড়া৷