• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

তরুণ যশস্বীর প্রশংসায় মুখর রবিচন্দ্রন অশ্বিন

মুম্বই— ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে জাতীয় দলে সবচেয়ে ভরসার নাম৷ কিন্ত্ত এই যশস্বীকে নিয়েই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন একটু বিদ্রূপ করেই প্রশ্ন ছুঁড়েছেন তাঁর সাফল্য নিয়ে৷ তিনি বলেছেন, ভারতের মাটিতে যশস্বীর ব্যাট থেকে রান আসতে পারে, কিন্ত্ত বিদেশের মাটিতে তিনি কখনওই সফল হবেন না৷ এই কথা শুনে ভারতের দুরন্ত বোলার রবিচন্দ্রন

মুম্বই— ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে জাতীয় দলে সবচেয়ে ভরসার নাম৷ কিন্ত্ত এই যশস্বীকে নিয়েই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন একটু বিদ্রূপ করেই প্রশ্ন ছুঁড়েছেন তাঁর সাফল্য নিয়ে৷ তিনি বলেছেন, ভারতের মাটিতে যশস্বীর ব্যাট থেকে রান আসতে পারে, কিন্ত্ত বিদেশের মাটিতে তিনি কখনওই সফল হবেন না৷ এই কথা শুনে ভারতের দুরন্ত বোলার রবিচন্দ্রন অশ্বিন শুধু রেগে গিয়েছেন তাই নয়, তাঁর বিরুদ্ধেও তিনি তির ছুঁড়েছেন৷ অশ্বিন বলেছেন, যশস্বী কী চরিত্রের ব্যাটসম্যান সে সম্পর্কে মাইকেল ভনের কোনও ধারণাই নেই৷ এই সমস্ত কথা শুনলে হাসি পায়৷ অনেকেই হয়তো ভাবতে পারেন, সেইভাবে যশস্বী বিদেশের মাটিতে খেলেননি৷ বিশেষ করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের উইকেটে৷ যাঁরা বলছেন, তাঁরা শুনুন, আগে খেলুক, তারপর তাঁর ব্যর্থতা নিয়ে কথা বলবেন৷ আসলে, তাঁরা এই সমস্ত কথা বলে যশস্বীর মনোসংযোগকে নষ্ট করার একটা পরিকল্পনা তৈরি করছেন৷ আবার যাঁরা ব্যর্থ হন, তাঁরাই উঁচু গলায় এই সমস্ত কথা বলে বেড়ান৷ যতই প্রশ্ন করুক না কেন, এই প্রশ্নের উত্তর যশস্বী ব্যাটে দেবেন৷

অশ্বিন মনে করেন, যশস্বী জয়সওয়াল অত্যন্ত প্রতিভাবান ব্যাটসম্যান৷ যে কোনও পরিস্থিতিতে বোলারদের সঙ্গে মোকাবিলা করতে জানেন৷ শুধু তাই নয়, এমন এমন সময় দেখা যায় কঠিন বলকে কত সহজে উড়িয়ে দিয়ে স্কোরবোর্ডে রান যোগ করেন৷ এটাই তো তাঁর প্রতিভা৷ এই মুহূর্তে যশস্বী যেখানেই ব্যাট করবেন, সেখানেই বড় রানের একটা অঙ্কের ফর্দ তুলে ধরবেন৷ একদিন হয়তো কোনও খেলায় ব্যর্থ হলেই চিৎকার করার কোনও কারণ নেই৷ এটা খেলারই অঙ্গ৷ মনে রাখতে হবে, প্রতিভাবান খেলোয়াড়রা কখনওই অন্ধকারে থাকেন না৷ তাঁদের সামনে আলোর ঝলকানিটাই আসল প্রাপ্তি৷ তাই সেখান থেকেই শিক্ষা নিতে হবে যশস্বী কেমন ব্যাটসম্যান৷

আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালসের হয়ে একসঙ্গেই খেলেন ও রবিচন্দ্রন অশ্বিন৷ তরুণ ব্যাটসম্যান প্রসঙ্গে আবারও অশ্বিন বলেন, এখনই যশস্বীকে নিয়ে বড় কথা বলার প্রয়োজন নেই৷ ওঁকে আরও খেলতে দিন৷ সহযোগিতা করুন৷ পরামর্শ দিন এবং উৎসাহিত করুন৷ তারপরে যশস্বী নিশ্চয়ই সাহসী ভূমিকা নিয়ে প্রতিপক্ষ দলের বোলারদের মোকাবিলা করবেন, এই বিশ্বাস আছে৷ আরও ভালো খেলতে পারবে৷ অভিজ্ঞতা সঞ্চয় করার প্রয়োজন রয়েছে৷ ওঁর মতো ব্যাটসম্যানকে ভারতীয় ক্রিকেটে অবশ্যই প্রয়োজন৷