নিজস্ব প্রতিনিধি— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কমিশনে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানাল তৃণমূল৷ পাশাপাশি কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে৷
উল্লেখ্য, বাংলায় বিবিধ দুর্নীতি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এখনও পর্যন্ত সাডে় ৩ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে৷ বুধবার সকালে কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করেন প্রধানমন্ত্রী মোদি৷ প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে বাংলায় দুর্নীতির বিষয়টি উত্থাপন করেন রাজমাতা৷ স্কুলে ভর্তি থেকে সরকারি চাকরিতে নিয়োগ নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে তা তুলে ধরেন৷ তা শুনেই
প্রধানমন্ত্রী বলেন, ‘অমৃতাজি আমি আপনাকে একটা কথা বলি৷ আমি আইনি পরামর্শ নিচ্ছি৷ বাংলায় ইডির লোকেরা প্রায় ৩ হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে৷ আর এই টাকা গরিব মানুষের টাকা৷ কেউ স্কুল শিক্ষক হওয়ার জন্য টাকা দিয়েছেন, কেউ ক্লার্ক হওয়ার জন্য টাকা দিয়েছেন৷ এই টাকা গরিব মানুষকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে৷
তৃণমূলের অভিযোগ, কৌশলে মোদী প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন৷ বৃহস্পতিবার এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘এখন মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, তার মধ্যে প্রধানমন্ত্রী কখনও এই ধরনের প্রতিশ্রুতি দিতে পারেন না৷ আমরা নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছি৷’