দিল্লি– চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ম্যাচে ওপেন করেননি পৃথ্বী শ৷ তিনি আগামী দিনেও ওপেন করবেন না, এমন একটা ইঙ্গিত মিলেছে৷ দিল্লি চাইছে ডেভিড ওয়ার্নার এবং মিচেল মার্শই ওপেন করুক৷ কেন দিল্লি পৃথ্বীকে দিয়ে ওপেন করাবে না, তার উত্তর দিয়েছেন দলের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়৷
সৌরভ জানিয়েছেন, দুই অস্ট্রেলীয়র অভিজ্ঞতা কাজে লাগানোর জন্যই পৃথ্বীকে দিয়ে ওপেন করানো হচ্ছে না৷ তবে তাঁকে যে মিডল অর্ডারে খেলানোও সম্ভব নয় এটাও মেনে নিয়েছেন তিনি৷ সৌরভ বলেছেন, “পৃথ্বী ওপেনার৷ আমরা প্রথম ম্যাচে মার্শ এবং ওয়ার্নারকে দিয়ে ওপেন করিয়ে রিকি ভুইকে মিডল অর্ডারে খেলিয়েছি৷ মার্শ আর ওয়ার্নার অতীতে অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করে সাফল্য পেয়েছে৷ সেই অভিজ্ঞতাকেই আমরা কাজে লাগাতে চাইছি৷”
চোট থাকার কারণে পৃথ্বীর সঙ্গে দিল্লির কোচেরা বেশি দিন কাজ করতে পারেননি৷ সেটাও না খেলানোর একটা কারণ বলে উল্লেখ করেছেন সৌরভ৷ তাঁর কথায়, “সত্যি বলতে, আইপিএলের আগে শিবিরে বেশি দিন পৃথ্বীকে পাইনি আমরা৷ অনেক দিন চোটে ভুগেছে৷ ইংল্যান্ডে গিয়ে নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টিতে দারুণ খেলেছে৷ লিগামেন্ট ছেঁড়ায় ফেব্রুয়ারি পর্যন্ত ওকে পাওয়া যায়নি৷ ওকে নিয়ে চার দিনের একটা শিবির করার কথা ভেবেছিলাম৷ কিন্ত্ত এনসিএ ফিট ঘোষণা করায় ও রঞ্জি খেলতে চলে গেল৷ ওখান থেকে তো ওকে আইপিএলের শিবিরে টেনে আনা সম্ভব নয়৷ আমরা পৃথ্বীকে সামনে পাইনি৷ কিন্ত্ত বাকিদের অনেককেই দীর্ঘ দিন পেয়েছি৷”