• facebook
  • twitter
Monday, 25 November, 2024

মেসি ভেবেছিলেন কাতার বিশ্বকাপ না জিতলে অবসর নিয়ে ফেলবেন

বুয়েন্সইয়ার্স– কাতার বিশ্বকাপের পরেই আলোচনা শুরু হয়েছিল, কবে অবসর নিতে পারেন লিওনেল মেসি? ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জিতে উঠে মেসি বরং বলেছিলেন, এখন তিনি দলের জয় উপভোগ করতে চান৷ ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত৷ তারপরে তিনি বুট জোড়া তুলে রাখবেন কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ বলা হচ্ছে, মেসি

বুয়েন্সইয়ার্স– কাতার বিশ্বকাপের পরেই আলোচনা শুরু হয়েছিল, কবে অবসর নিতে পারেন লিওনেল মেসি? ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচ জিতে উঠে মেসি বরং বলেছিলেন, এখন তিনি দলের জয় উপভোগ করতে চান৷

ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত৷ তারপরে তিনি বুট জোড়া তুলে রাখবেন কিনা, সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে৷ বলা হচ্ছে, মেসি তারপর আর চুক্তির পুনর্নবিকরণ করবেন না৷
আটবারের ব্যালন ডি অর জয়ী মহাতারকা সম্প্রতি বিগ টাইম পডকাস্টকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘‘যে মুহূর্তে বুঝতে পারব যে, আমি ভাল খেলতে পারছি না৷ খেলা আগেরমতো উপভোগ করতে পারছি না, কিংবা সতীর্থদের মাঠে সাহায্য করতে পারছি না, সেদিনই আমি অবসর নেব৷’’

মেসি আরও জানিয়েছেন, তিনি কাতার বিশ্বকাপে ব্যর্থ হলে, দল কাপ না জিতলে তিনি সেদিনই অবসরের সিদ্ধান্ত নিয়ে নিতেন৷ আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘‘কাতারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম৷ ফাইনালের আগেরদিন রাতেই কোচসহ সতীর্থদের জানিয়ে রেখেছিলাম, আমার জন্য অন্তত কাপটা জেতো তোমরা৷ না হলে আমি অবসর নিতে একবিন্দু ভাবব না৷’’ আর্জেন্টাইন তারকা আরও বলেন, ‘‘আমি খুব ভাল আত্মসমালোচক৷ আমি জানি কখন ভাল খেলি, কখনই বা খারাপ৷ যখন আমি অনুভব করব, আর মানসিকভাবে ভাল লাগছে না, সেদিন বয়সের কথা না ভেবে
সরে যাব৷’’