নিজস্ব প্রতিনিধি— লোকসভা নির্বাচনের আগে ভারতের টেনিস রানি সানিয়া মির্জাকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়ে গেল৷ হয়তো এবারের লোকসভা নির্বাচনে হায়দরাবাদ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে দেখতে পাওয়া গেলে অবাক হবার কোনও কারণ নেই৷ শোনা যাচ্ছে ওই কেন্দ্রে এআইএমআইএম-এর প্রার্থী আসাউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে তিনি ভোট যুদ্ধে নামতে পারেন৷ এমনই কথা শোনা যাচ্ছে কংগ্রেস শিবির থেকে৷ অর্থাৎ মিমের শক্ত ঘাঁটিকে দুর্বল করতে মরিয়া চেষ্টা চলছে৷ এখানে উল্লেখ করা যেতে পারে ১৯৮০ সালে হায়দরাবাদ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে শেষ বারের মতো জিতেছিলেন কেএস নারায়ণ৷
তারপরে আর কোনও দিনই জয়ের হাসি হাসতে পারেননি কংগ্রেস প্রার্থীরা৷ সম্প্রতি বিভিন্ন রাজ্যের নেতাদের সঙ্গে বৈঠক করার পরেই কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচক কমিটি এই ভাবনার কথা প্রকাশ করেছে৷ এমনকি সানিয়া নামটি প্রস্তাব রাখেন আরও একজন ক্রীড়া জগতের মানুষ আজহারউদ্দিন৷ তবে সানিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত কোনও সবুজ সংকেত আসেনি৷ হায়দরাবাদ কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই মিমের প্রার্থীরাই জিতে আসছেন৷ মাঝখানে অবশ্য (১৯৮৪) নির্দল প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন সালাহউদ্দিন৷ তবে ২০১৯ সালে লোকসভা নির্বাচনে ৫ লক্ষ ১৭ হাজার ভোটে আসাউদ্দিন জয়লাভ করেছিলেন৷ তাঁর বিরুদ্ধে অভিনেতা ফিরোজ খান মাত্র ৫০ হাজার ভোট পেয়েছিলেন৷ সেই কারণেই কংগ্রেস এবারে হায়দরাবাদ কেন্দ্রে হেভিওয়েট প্রার্থী দিতে চাইছে৷