• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মুম্বই হারতেই রোহিতের সঙ্গে কথা হল হার্দিকের

হায়দরাবাদ– মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সমস্যার শেষ নেই৷ গত বুধবার ম্যাচে হায়দরাবাদের কাছে ৩১ রানে হারের পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনা হচ্ছে৷ তাঁর নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠছে৷ প্রথমত শেষ ওভারে কেন স্পিনার দিয়ে বোলিং করালেন, সেটা অবাক লেগেছে বিশেষজ্ঞদের৷ ইরফান পাঠান তো বলেই দিয়েছেন, যে উইকেটে এত রান উঠছে, সেখানে শেষ ওভারে স্পিনার দেওয়া মানে

হায়দরাবাদ– মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে সমস্যার শেষ নেই৷ গত বুধবার ম্যাচে হায়দরাবাদের কাছে ৩১ রানে হারের পরে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সমালোচনা হচ্ছে৷ তাঁর নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন উঠছে৷
প্রথমত শেষ ওভারে কেন স্পিনার দিয়ে বোলিং করালেন, সেটা অবাক লেগেছে বিশেষজ্ঞদের৷ ইরফান পাঠান তো বলেই দিয়েছেন, যে উইকেটে এত রান উঠছে, সেখানে শেষ ওভারে স্পিনার দেওয়া মানে আরও রানকে স্বাগত জানানো৷ দ্বিতীয়ত, হার্দিকের নিজের ব্যাটিংও অপেক্ষাকৃত স্লথ ছিল৷ ২০ বলে ২৪ রান করেছেন, বেশি দেখে খেলতে গিয়ে রানের গতি কমেছে৷ না হলে মুম্বই আরও রান করতে পারত৷

ফিল্ড প্লেসিং থেকে শুরু করে দলের কম্বিনেশন নিয়েও কথা উঠছে৷ খেলা শেষে দেখা গিয়েছে, মুম্বই টিমের মালিক আকাশ আম্বানি কথা বলছেন প্রাক্তন অধিনায়ক রোহিতের সঙ্গে৷ সবাইকেই বেশ বিব্রত মনে হয়েছে৷ ওই আলোচনার সময় মুকেশ আম্বানির আরেক ছেলে অনন্তও ছিলেন৷ একবার দেখা যায়, হার্দিকের সঙ্গেও কথা বলছেন আকাশ৷ বোঝাই গিয়েছে, সবাই দলের পরপর দুটি হারে বেশ চিন্তিত৷

এমনিতেই মুম্বই শিবিরে প্রতিপদে মনে হচ্ছে দলে দুটি ভাগ৷ রোহিতের শিবিরে রয়েছেন বুমরা, সূর্যকুমার, তিলক ভার্মারা৷ পাশাপাশি হার্দিকের গ্রুপে রয়েছেন ঈশান কিশান, টিম ডেভিডরা৷
মুম্বই সমর্থকদের একটা বড় অংশ বলতে শুরু করেছেন তাঁরা আবার রোহিতকেই দলের অধিনায়ক দেখতে চান৷ হার্দিক গুজরাতের সফল নেতা হলেও তিনি চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন, সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷