• facebook
  • twitter
Friday, 22 November, 2024

প্রচারে কুমন্তব্যের ঝড়

লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের প্রচারকালে কুকথা, কুমন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের ঝড় ওঠে৷ এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ তাঁরা এখন প্রচারে বের হয়েছেন৷ সেই সঙ্গে শুরু হয়ে গেছে ব্যক্তিগত আক্রমণ এবং নানা ধরনের কুরুচিকর মন্তব্য৷ জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে প্রার্থীদের প্রচারে ব্যক্তিগত আক্রমণ চলবে না৷

লোকসভা, বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের প্রচারকালে কুকথা, কুমন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের ঝড় ওঠে৷ এবার আসন্ন লোকসভা নির্বাচনে প্রায় সব রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে৷ তাঁরা এখন প্রচারে বের হয়েছেন৷ সেই সঙ্গে শুরু হয়ে গেছে ব্যক্তিগত আক্রমণ এবং নানা ধরনের কুরুচিকর মন্তব্য৷ জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে প্রার্থীদের প্রচারে ব্যক্তিগত আক্রমণ চলবে না৷ চলবে না অশালীন মন্তব্য৷ কিন্ত্ত কে শোনে কমিশনের কথা৷ এখনই শুরু হয়ে গেছে কুকথার ঝড়৷ প্রার্থীদের মনে রাখতে হবে তাদের নিজেদের প্রচারে জোর দিতে হবে৷ কুৎসা চলবে না৷ এখনও নির্বাচনের বেশ কয়েকদিন দেরি৷ প্রথম দফার নির্বাচন ১৯ এপ্রিল৷ তারপর পর্যায়ক্রমে চলবে৷

সম্প্রতি নির্বাচন কমিশন আবার লোকসভার প্রার্থীদের সতর্ক করে দিয়ে বলেছে, প্রচারে ব্যক্তিগত আক্রমণ বা কোনও প্রার্থীর বিরুদ্ধে কোনওরূপ অশালীন মন্তব্য চলবে না৷ যা নির্বাচন আচরণবিধি বহির্ভূত৷ অন্য কোনও প্রার্থীদের সম্পর্কে অরুচিকর মন্তব্য করা চলবে না৷ এ ব্যাপারে অভিযোগ পেলে কমিশন বিধিমতো ব্যবস্থা নেবে৷ প্রশ্নটা উঠল বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের একটি মন্তব্য নিয়ে৷

দিলীপবাবু অনেক সময় এমন সব কথা বলেন তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়৷ তিনি এবার তার নতুন কেন্দ্রে প্রচারে বের হয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন একটি অশালীন মন্তব্য করলেন যা নিয়ে রাজ্য রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে৷ দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই৷ তাঁর কথাবার্তার মধ্যে শালীনতা বোধের অভাব থেকে যায়৷

দিলীপ ঘোষের করা এই অশালীন মন্তব্য নিয়ে শাসক দল তাঁকে তীব্র আক্রমণে নামল৷ এই অশালীন মন্তব্য এমন পর্যায়ে পেঁৗছেছে যে শাসক দল নির্র্বাচন কমিশনের কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে৷ দিলীপবাবু মুখ্যমন্ত্রীকে নারীবিদ্বেষী বলে আখ্যায়িত করলেন৷ শাসকদল ঠিক করেছে তৃণমূলের এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে বিজেপি নেতার কুমন্তব্যের জন্য অভিযোগ জানাবে৷ তৃণমূলের এক শীর্ষ নেতা বলেছেন, ‘আমরা কমিশনকে বলেছি প্রচারে যেন অশালীন মন্তব্য না করেন কোনও প্রার্থী৷ যদি করেন তাহলে তাঁর বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়৷’ দিলীপবাবু এবার তাঁর পুরনো লোকসভা আসনে না দাঁড়িয়ে নতুন কেন্দ্র দুর্গাপুর-বর্ধমান আসনে প্রার্থী হয়েছেন৷ দিলীপবাবু জানিয়েছেন, কমিশন যদি জিজ্ঞাসা করে তাহলে আমার বক্তব্য জানাব৷

দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই প্রতিবাদ জানাতে আসরে নেমে পড়েন শাসক দলের শীর্ষ নেতারা৷ কে নারীবিদ্বেষী তা সন্দেশখালিতে গিয়ে দেখুন৷ তবুও আমরা দুঃখিত কেউ যদি আঘাত পেয়ে থাকেন৷ তৃণমূলের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষ যে অশালীন মন্তব্য করেছেন, তাতে তাঁকে ভোট দেওয়ার আগে ভোটাররা যেন একটু ভেবে দেখেন৷ তাঁর আরও মন্তব্য, মহিলাদের প্রতি কী ধরনের আচরণ করতে হয় তা তাঁর মা তাঁকে শেখাননি৷ তাই মহিলাদের প্রতি কী আচরণ করতে হয়, কীভাবে তাদের সম্মান জানাতে হয় তা তিনি জানেন না৷ এর আগেও দিলীপবাবু নানা ধরনের মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন৷ তবুও তার শিক্ষা হয়নি৷ তৃণমূলের অপর এক মুখপাত্র বলেছেন, আসলে দিলীপবাবু নিজের কেন্দ্র থেকে বিতাড়িত হয়েছেন, তাই তাঁর মাথার ঠিক নেই৷ তাই তাঁর মুখ থেকে খারাপ কথা বের হয়েছে৷ তিনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে যে মন্তব্য করেছেন তার নিন্দা করার মতো ভাষা নেই৷

ভোট প্রচারের শুরুতেই দিলীপ ঘোষের এই মন্তব্য অস্বস্তি তৈরি করেছে রাজ্য বিজেপি মহলে৷ একজন বিজেপি নেতা বলেন, এই ধরনের মন্তব্য তাঁর না করাই উচিত ছিল৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আসল কথা হল আমরা বহিরাগত তত্ত্বে বিশ্বাস করি না৷ একজন কাশ্মীরিও পশ্চিমবঙ্গে এসে ভোটে দাঁড়াতে পারেন৷ তাতে কোনও বাধা নেই৷ তেমনি বাংলার কোনও লোক গুজরাতে গিয়েও নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন৷ তিনি মুখ্যমন্ত্রীর সম্বন্ধে দিলীপ ঘোষের রুচিবহির্ভূত মন্তব্যের সমালোচনা করেছেন৷ তাঁর অভিযোগ, দিলীপবাবু এর আগে মা দুর্গার নামেও কুকথা বলেছেন৷ সুতরাং এটা তাঁর স্বভাব৷

উল্লেখ্য দিলীপবাবুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ৷ তাঁর প্রশ্ন, আর কবে দিলীপবাবুর স্বভাবের পরিবর্তন ঘটবে৷ বিজেপির এটাই মানসিকতা৷ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর দাবির ভৌগোলিক বাস্তবতার কথা বলেছেন৷ মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয়কে চ্যালেঞ্জ করা বা তাঁকে অপমান করার কোনও উদ্দেশ্য ছিল না৷ উনি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সহজসরলভাবে কথাটা বলেছেন৷ এতে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমরা দুঃখিত৷