• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ বৃহস্পতিবার ভোরবেলা কলকাতা বিমান বন্দরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিমান বন্দরের পাঁচ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে চলল গুলি। সেখানে শ্রীবিষ্ণু নামের এক সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাঁর কাছে থাকা ইনস্যাস রাইফেল থেকে নিজের শরীরে গুলি চালায়। ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটে এই ঘটনা। তাঁর গলায় গুলি লাগে। গুলিবিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ বৃহস্পতিবার ভোরবেলা কলকাতা বিমান বন্দরে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বিমান বন্দরের পাঁচ নম্বর গেটের কাছে ওয়াচ টাওয়ারে চলল গুলি। সেখানে শ্রীবিষ্ণু নামের এক সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাঁর কাছে থাকা ইনস্যাস রাইফেল থেকে নিজের শরীরে গুলি চালায়। ভোর সাড়ে ৫টা নাগাদ ঘটে এই ঘটনা। তাঁর গলায় গুলি লাগে। গুলিবিদ্ধ ওই জওয়ান রক্তাক্ত অবস্থায় ওয়াচ টাওয়ারের মধ্যেই লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী চিনার পার্ক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল সাড়ে ৯টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ সূত্রে খবর, ওই জওয়ান আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেন, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁর কাছে থাকা ইনসাস রাইফেলটিও উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, মৃত শ্রীবিষ্ণু তেলেঙ্গানার বাসিন্দা। তিনি গত বছরের মাঝামাঝি সময়ে কলকাতা বিমানবন্দরে বদলি হন। পুলিশ তাঁর পরিবারকে মৃত্যুর খবর পাঠিয়েছে বলে জানা গিয়েছে।