পূর্ণেন্দু চক্রবর্তী
ভারতীয় ফুটবল দলের দৈন্যদশা দেখে সবাই অবাক হয়ে যাচ্ছেন৷ ধারাবাহিকভাবে একজন কোচের হাতে যে ফুটবলাররা প্রশিক্ষণে রয়েছেন, তাঁরা কীভাবে উন্নততর জায়গায় পৌঁছতে পারছে, তার কি সমীক্ষা হয়? বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের খেলায় এশিয় মহাদেশের সবচেয়ে দুর্বল দল বলতেই এই মুহূর্তে আফগানিস্তান৷ সেই আফগানিস্তানের সঙ্গে ভারতীয় দল খেলতে নেমে ঘরের মাঠে (গুয়াহাটি) হারতে হয়, এটা ভাবা যায়? এখানে উল্লেখ করা যেতে পারে, প্রতিপক্ষ আফগানিস্তান দলের ১৮ জন নিয়মিত খেলোয়াড় ভারতের বিরুদ্ধে খেলতে নামেননি৷ সেই দলের কাছে এই হারটা অবশ্যই ভারতের কাছে লজ্জার৷ প্রথম সাক্ষাৎকারে সৌদি আরবে গিয়েও ভারত জয়ের মুখ দেখেনি৷ গোলশূন্যভাবে খেলা শেষ করেছিল৷ আর তখন কোচ ইগর স্টিম্যাক বলেছিলেন, গোলের সুযোগ যাঁরা এইভাবে নষ্ট করে, সেখানে জয় পাওয়া অসম্ভব৷ এর থেকে কষ্ট আর অন্য কিছু থাকতে পারে না৷ আবার এমনকি কোচ বলেছিলেন, ভারতীয় ফুটবল এখন অনেক বদলে গেছে৷ কী বদলে গেছে? তার কোনও ব্যাখ্যা দিতে পারলেন না কোচ স্টিম্যাক৷
মঙ্গলবার আফগানিস্তান দলের কোচ বলেছেন, এই দলের নিয়মিত খেলোয়াড় বলতে হাতে গোনা৷ পাঁচজন ফুটবলারের এই ম্যাচে অভিষেক হল৷ তাতেই বোঝা যাচ্ছে, আফগানিস্তানের সংগ্রামী ভূমিকার কাছে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে৷ যখন আফগানিস্তানের সঙ্গে দু’টি ম্যাচে ভারতীয় দল জয়ের মুখ দেখতে পেল না, তখনই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল সারা ভারত ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই কোচকে সরিয়ে নতুন কোচ আনার৷ শুধু তাই নয়, ভারতীয় দলের এই হারের জন্য অবশ্যই ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে নৈতিকভাবে পদত্যাগ করা উচিত৷ আফগানিস্তানের হয়ে যাঁরা খেলেছেন, তাঁরা দেশের ফুটবল সংস্থার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি নিয়ে সরব হয়েছেন৷ এদিকে সারা ভারত ফুটবল ফেডারেশনের সভাপতি ও কোষাধ্যক্ষের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন৷ এই মুহূর্তে এশিয়ান ফুটবল কনফেডারেশনের এথিক্স কমিটির বিচারাধীন রয়েছেন৷ এখন ভারতীয় দলের দু’টি খেলা বাকি রয়েছে৷ তার মধ্যে একটি খেলা কাতারের সঙ্গে৷ লক্ষ্য থাকবে, কোনওভাবে ড্র করা৷ হারলেও খুব কম গোলে হারতে হবে৷ কুয়েতের বিরুদ্ধে বড় ব্যবধানে জিততে হবে৷ কাতার দল ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছন৷ সব ম্যাচেই তাদের জয় এসেছে৷ গোল করেছে তারা ১৪টি৷ আর একটি গোল হজম করতে হয়েছে৷ এই গ্রুপ থেকে দু’টি দল পরবর্তী রাউন্ডে খেলার সুযোগ পাবে৷ সেই অর্থে কাতার চলেই গিয়েছে বলা যেতে পারে৷ পরের দলটি কে হবে, তা নির্ভর করবে আগামী তিনটি দলের খেলার উপরে৷ আফগানিস্তান ইতিমধ্যে প্রায় ছিটকে গিয়েছে৷ তাদের সংগ্রহে চার পয়েন্ট৷ আর এই চার পয়েন্ট এসেছে ভারতের সঙ্গে খেলার সুবাদে৷ ভারতের সামনে এখন প্রতিযোগী বলতে কুয়েত৷ লক্ষ্য থাকবে কুয়েতের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতা৷ জিততে না পারলে ভারতের অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়বে৷ আফগানিস্তানের কাছে হেরে গিয়ে ভারতের কোচ ইগর স্টিম্যাক কী করবেন, এই প্রশ্নটাই এখন সবার মনে দেখা দিয়েছে৷