• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

আজ আদালতে দুর্নীতির টাকার হদিশ দিয়ে বোমা ফাটাবেন কেজরিওয়াল, দাবি স্ত্রী সুনীতার

দিল্লি, ২৭ মার্চ— গ্রেফতারির পরই নাকি নানান শারীরিক সমস্যায় ভুগছেন ইডি হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এমনটাই দাবি আপ নেতৃত্বর৷ আপের তরফে বুধবার এক বিবৃতিতে দাবি করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হয়েছে৷ প্রধান সমস্যা সুগারের মাত্রা কমে ৪৬-এ নেমে গিয়েছিল৷ চিকিৎসকদের মতে, যা খুবই বিপজ্জনক৷ ইডি সূত্রের অবশ্য দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার

দিল্লি, ২৭ মার্চ— গ্রেফতারির পরই নাকি নানান শারীরিক সমস্যায় ভুগছেন ইডি হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ এমনটাই দাবি আপ নেতৃত্বর৷ আপের তরফে বুধবার এক বিবৃতিতে দাবি করা হয়েছে, অরবিন্দ কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতি হয়েছে৷ প্রধান সমস্যা সুগারের মাত্রা কমে ৪৬-এ নেমে গিয়েছিল৷ চিকিৎসকদের মতে, যা খুবই বিপজ্জনক৷ ইডি সূত্রের অবশ্য দাবি, দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে সেদিকে বাড়তি নজরদারির ব্যবস্থা করা হয়েছে৷ ২৪ ঘণ্টাই তাঁকে সিসিটিভি ক্যামেরার নজরে রাখা হচ্ছে৷ রয়েছে চিকিৎসকদের পর্যবেক্ষণও৷

একদিকে যখন কেজরিওয়ালের শারীরিক অবস্থার অবনতির অভিযোগ করছে আপ৷ ঠিক অন্যদিকে তখন আপ প্রধানের স্ত্রী সুনীতা কেজরিওয়াল দাবি করেন, ‘দূর্নীতি আসলে যারা করেছেন এবং টাকা কোথায় রয়েছে তার সবই এবার কেজরিওয়াল জানাবেন৷ আগামী ২৮ মার্চ আদালতে প্রকাশ্যে আনবেন তিনি৷ গোটা দেশকে জানাবেন তথাকথিত এই দুর্নীতির পয়সা আসলে কোথায় রয়েছে৷ সব কিছুর প্রমাণও তিনি দেবেন৷’

গত ২১ মার্চ রাত ৯টা নাগাদ আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে ইডি৷ আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী৷ ২৮ মার্চ, বৃহস্পতিবার তাঁকে ফের আদালতে তোলা হবে৷ সেখানে ইডি হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রীর শারীরিক অবনতির প্রসঙ্গটি তুলবে আপ৷

আবগারি দুর্নীতি মামলায় কয়েকশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি৷ এই দুর্নীতির ‘মুখ্য হোতা’ বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে৷ তবে প্রশ্ন উঠছে এত কোটি টাকার দুর্নীতি হয়ে থাকলে সে টাকা কোথায়? আর এই ইসু্যতেই এবার মুখ খুললেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা৷
বুধবার সাংবাদিক বৈঠক থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল বলেন, ‘গতকাল সন্ধ্যা (মঙ্গলবার) আমি দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে জেলে সাক্ষাৎ করতে গিয়েছিলাম৷ ওঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে৷ কিন্ত্ত ওনার লক্ষ্য একদম ঠিক৷ দু’দিন আগে মন্ত্রী অতীশিকে বার্তা দিয়ে দিল্লির মানুষের সমস্যা সমাধান করতে বলেছিলেন৷

সেই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে৷ আমি জানতে চাই এতে অন্যায়টা কী করেছেন? এরা কী আসলেই দিল্লিকে ধংস করতে চায়৷ এরা চায় মানুষ সমস্যার মধ্যে থাকুক৷ এই ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল দুঃখ পেয়েছেন৷ ’

সুনীতা আরও বলেন, “আরও একটি কথা উনি আমায় জানিয়েছেন৷ তা হল, আবগারি দুর্নীতি মামলায় গত ২ বছরে ২৫০-এর বেশি তল্লাশি অভিযান চলেছে৷ ওরা তথাকথিত এই দুর্নীতির বেআইনি টাকার খোঁজ চালাচ্ছে৷ আপের প্রায় সব নেতৃত্বের বাড়িতে তল্লাশি চালিয়েও এখনও পর্যন্ত একটি টাকা ওরা খুঁজে পায়নি৷ দিল্লির মুখ্যমন্ত্রী আমায় বলেছেন, এই তথ্য আগামী ২৮ মার্চ আদালতে প্রকাশ্যে আনবেন তিনি৷ গোটা দেশকে জানাবেন তথাকথিত এই দুর্নীতির পয়সা আসলে কোথায় রয়েছে৷ সব কিছুর প্রমাণও তিনি দেবেন৷’

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এমনীতেই উত্তাল রাজধানী৷ কেজরিওয়াল প্রসঙ্গে ইতিমধ্যেই নাক গলিয়েছে জার্মানি ও আমেরিকা৷ তারপর মুখ্যমন্ত্রীর স্ত্রীর এহেন দাবির পর স্বাভাবিক ভাবেই শোরগোল শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে৷ বৃহস্পতিবার আদালতে তিনি কী বার্তা দেন তার অপেক্ষায় গোটা দেশ৷ এছাড়াও এদিন কেজরির প্রশংসা করে সুনীতা আরও বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল অত্যন্ত সৎ, দেশপ্রেমিক, নির্ভিক ও সাহসী ব্যক্তি৷ আমি ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি৷ ওনার শরীর জেলের মধ্যে থাকলেও ওনার মন দিল্লির মানুষের জন্য সর্বদা ব্যাকুল৷’