• facebook
  • twitter
Friday, 27 December, 2024

গাভাসকার-বর্ডার সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর

মুম্বই— এবারে বর্ডার-গাভাসকার ট্রফি দিনক্ষণ প্রকাশ পেল৷ অবশ্য এর আগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কোথায় কোথায় খেলা হবে, তা আগেই চূড়ান্ত হয়ে গেছে৷ ১৯৯১-৯২ সালের পর থেকে প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া৷ মঙ্গলবার এই ক্রীড়াসূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া৷ প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর থেকে৷ চলবে ২৬ নভেম্বর পর্যন্ত৷ খেলা হবে পার্থে৷

মুম্বই— এবারে বর্ডার-গাভাসকার ট্রফি দিনক্ষণ প্রকাশ পেল৷ অবশ্য এর আগে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে কোথায় কোথায় খেলা হবে, তা আগেই চূড়ান্ত হয়ে গেছে৷ ১৯৯১-৯২ সালের পর থেকে প্রথমবার পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া৷ মঙ্গলবার এই ক্রীড়াসূচি প্রকাশ করল অস্ট্রেলিয়া৷ প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ২২ নভেম্বর থেকে৷ চলবে ২৬ নভেম্বর পর্যন্ত৷ খেলা হবে পার্থে৷ দ্বিতীয় টেস্ট ম্যাচ ৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবং তা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত৷ অ্যাডিলেডে এই দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে দিনে রাতে৷ গোলাপি বলে খেলা হবে টেস্ট ম্যাচ৷ ব্রিসবেনে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে এবং তা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত৷ আর ২৬ ডিসেম্বর বক্সিং ডে’তে মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ খেলবে৷ আর পঞ্চম টেস্ট ম্যাচ শুরু হবে নতুন বছরে৷ সিডনিতে এই টেস্ট ম্যাচ ৩ জানুয়ারি থেকে শুরু হবে, তা চলবে ৮ জানুয়ারি পর্যন্ত৷ এখনও পর্যন্ত পার্থে নতুন স্টেডিয়ামে চারটি ম্যাচেই জিতেছে অস্ট্রেলিয়া৷ ২০১৮ সালে ডিসেম্বর মাসে ভারতের বিরুদ্ধে তারা জয় দিয়ে শুরু করে৷ যদিও ওই সিরিজটা জিতেছিল ভারত৷ ২০২০-২১ সিরিজে পার্থের ম্যাঠে কোনও খেলা হয়নি৷ জানানো হয়েছিল, ভারত ও অস্ট্রেলিয়া টাইম জোনের কথা মাথায় রেখে পার্থে খেলা রাখা হয়েছে৷ প্রথম ও দ্বিতীয় টেস্টের মধ্যে ৯ দিনের বিরতি রাখা হয়েছে৷ গোলাপি বলের টেস্টের আগে ভারতকে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়েছে৷ সেই কারণেই দু’টি টেস্টের মধ্যে ব্যবধানের দিন বেশি রাখা হয়েছে৷ ক্যানবেরাতে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলতে পারেন ভারতীয় ক্রিকেটাররা৷