নিজস্ব প্রতিনিধি— ইডেন উদ্যানে আইপিএল ক্রিকেট থাকার কারণে আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্টসের ম্যাচের দিন বদলে গেল৷ আইপিএলের বাকি অংশের ক্রীড়াসূচি গত সোমবার প্রকাশ হওয়ার পরেই আইএসএলের ম্যাচের দিন পরিবর্তনের কথা আবার শুরু হয়৷ ১৪ এপ্রিল ইডেন উদ্যানে কেকেআরের ম্যাচ রয়েছে৷ ওইদিন আবার মোহনবাগানের ম্যাচ নির্দিষ্ট ছিল যুবভারতী ক্রীড়াঙ্গণে৷ ফলে একই দিনে কলকাতা শহরে দু’টি ম্যাচ আয়োজন করা নিয়ে পুলিশ প্রশাসনের পক্ষে অসুবিধা হতে পারে, তা বোঝাই যাচ্ছে৷ ফলে একই দিনে দু’টি ম্যাচ করা সম্ভব হবে না৷ মঙ্গলবার দুপুরে সবুজ-মেরুন শিবিরে চলে আসে বিরাট আপডেট৷ বলা হয়েছে, ওই ম্যাচ একদিন পিছিয়ি যাবে এবং ম্যাচটি হবে ১৫ এপ্রিল৷
আইপিএলের ম্যাচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের৷ ফলে কোনওভাবেই আইএসএলে খেলা সম্ভব নয় মোহনবাগানের৷ দু’টি ম্যাচই অত্যন্ত গুরুত্বপূর্ণ মোহনবাগানের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার কাছে৷ আবার মোহনবাগান ও মুম্বইয়ের ম্যাচটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে৷ সেদিনই লিগ ও শিল্ড নির্ণায়ক ম্যাচ হয়ে যেতে পারে৷ তাই মোহনবাগান সুপার জায়ান্টসের পক্ষ থেকে একদিন খেলাটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়৷ সেই অনুরোধে একদিন ম্যাচ পিছিয়ে দেওয়া হলো৷ ১৪ এপ্রিল আবার বাংলার নববর্ষ৷ ওই ম্যাচ না খেলার আবেদন জানিয়েছিল মোহনবাগান৷ আপাতত ইন্ডিয়া সুপার লিগে লিগ টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান৷ তারা ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়েছে৷ লিগ শীর্ষে থাকা মুম্বইয়ের পয়েন্ট হল ৪১৷