• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বাংলা নববর্ষে ইডেনে কেকেআর খেলবে

আইপিএল ক্রিকেটের দ্বিতীয় দফার ক্রীড়াসূচি নিজস্ব প্রতিনিধি— একটা সময় শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনের জন্য আইপিএল ক্রিকেটে বেশকিছু খেলা বি‌েশের মাটিতে চলে যেতে পারে৷ কিন্ত্ত বোর্ড কর্মকর্তারা প্রথম থেকেই বলে আসছিলেন, বিদেশে হয়তা খেলা হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাঁরা চেষ্টা করবেন আইপিএল ক্রিকেটের সব খেলা ভারতের মাটিতেই হোক৷ আর সেই কারণেই সব খেলাই ভারতের মাটিতেই হচ্ছে

আইপিএল ক্রিকেটের দ্বিতীয় দফার ক্রীড়াসূচি

নিজস্ব প্রতিনিধি— একটা সময় শোনা গিয়েছিল, লোকসভা নির্বাচনের জন্য আইপিএল ক্রিকেটে বেশকিছু খেলা বি‌েশের মাটিতে চলে যেতে পারে৷ কিন্ত্ত বোর্ড কর্মকর্তারা প্রথম থেকেই বলে আসছিলেন, বিদেশে হয়তা খেলা হওয়ার কোনও সম্ভাবনা নেই৷ তাঁরা চেষ্টা করবেন আইপিএল ক্রিকেটের সব খেলা ভারতের মাটিতেই হোক৷ আর সেই কারণেই সব খেলাই ভারতের মাটিতেই হচ্ছে বলে দ্বিতীয় দফার ক্রীড়াসূচি ঘোষণা করা হয়ে গিয়েছে৷ আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের মাঠে আগামী ২৬ মে৷ গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কোনও বড় ম্যাচ হচ্ছে না৷ তবে ওই স্টেডিয়ামে ২১ ও ২২ মে বাছাইপর্বের একটি খেলা ও এলিমিনেটেড খেলা রয়েছে৷ বাছাই পর্বের প্রথম ম্যাচটি হবে চেন্নাইতে ২৪ মে৷ আর বাছাই পর্বের দ্বিতীয় খেলাটি হবে ২৪ মে৷ লোকসভা নির্বাচনের জন্য বিসিসিআই প্রথমে ১৭টি ম্যাচের ক্রীড়াসূচি প্রকাশ করেছিল৷ প্রথম পর্বের শেষ ম্যাচ ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে৷ খেলবে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটানস৷ খেলা হবে লখনউতে৷ এই ম্যাচটি হওয়ার কথা ছিল ১ এপ্রিল৷ দ্বিতীয় পর্বের পরের দিন থেকে খেলা শুরু হয়ে যাবে৷ ৮ এপ্রিল চেন্নাই খেলবে কেকেআরের সঙ্গে ঘরের মাঠে৷

এদিকে আইপিএলে ১০টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে৷ দুই গ্রুপে ছিল পাঁচটি করে দল৷ নিয়ম করা হয়েছিল, প্রত্যেকটি দল নিজেদের গ্রুপে বাকি চারদলের সঙ্গে দু’বার করে মোট চারটি ম্যাচ খেলবে৷ অন্য গ্রুপে একটি দলের সঙ্গে দু’বার ম্যাচ খেলবে, যা নির্ধারিত হবে ড্রয়ের মারফত৷ সবমিলিয়ে গ্রুপ পর্বের ১৪টি করে ম্যাচ খেলবে ম্যাচ খেলবে প্রত্যেকটি দল৷ ১৫ দিনের মধ্যে কেকেআর কলকাতায় বেশ কয়েকটি ম্যাচ খেলছে৷ কলকাতা প্রথম ম্যাচ খেলবে লখনউয়ের বিরুদ্ধে ১৪ এপ্রিল৷ ওই দিন আবার বাংলা নববর্ষ৷

দ্বিতীয় ম্যাচ খেলবে কেকেআর ইডেন উদ্যানে ১৭ এপ্রিল৷ তাদের বিপক্ষে রয়েছে রাজস্থান৷ ২১ এপ্রিল কলকাতা দল মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে৷ পাঞ্জাবের সঙ্গে কলকাতার খেলা ২৬ এপ্রিল৷ আর দিল্লির সঙ্গে কলকাতা খেলবে ঘরের মাঠে ২৯ এপ্রিল৷ এ বাদে কলকাতা নাইটরাইডার্সের খেলা রয়েছে ৮ এপ্রিল চেন্নাইয়ের সঙ্গে৷ ৩ মে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা খেলবে৷ লখনউতে ৫ মে কলকাতাকে খেলতে হবে লখনউয়ের বিরুদ্ধে৷ ১৩ মে কলকাতা বনাম গুজরাতের ম্যাচ অনুষ্ঠিত হবে আর গ্রুপের শেষ ম্যাচে কলকাতা মুখোমুখি হবে রাজস্থানের বিপক্ষে৷ খেলা হবে ১৯ মে গুয়াহাটিতে৷