• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ধানবাদের সিএমডির বাংলো সহ জেলা প্রশাসনের বাংলোতেও দোল উৎসব পালিত

অজয় মুখোপাধ্যায়, ধানবাদ, ২৬ মার্চ— ‘রং বরসে চুনরবালী…, রং বরসে… ‘এই গানটি না বাজলে যেন দোল উৎসব মানায় না৷ দোল উৎসব মানেই এই সঙ্গীত এর শুর কানে আসা চাই৷ আর কানে আসার সাথে সাথে সুপারস্টার অমিতাভ বচ্চন ও রেখার নৃত্যের দৃশ্য চোখে ভাসতে থাকে৷ আর সকলে আনন্দে উল্লাসিত হয়ে আবির ও রং উড়াতে উড়াতে নৃত্য করতে

অজয় মুখোপাধ্যায়, ধানবাদ, ২৬ মার্চ— ‘রং বরসে চুনরবালী…, রং বরসে… ‘এই গানটি না বাজলে যেন দোল উৎসব মানায় না৷ দোল উৎসব মানেই এই সঙ্গীত এর শুর কানে আসা চাই৷ আর কানে আসার সাথে সাথে সুপারস্টার অমিতাভ বচ্চন ও রেখার নৃত্যের দৃশ্য চোখে ভাসতে থাকে৷ আর সকলে আনন্দে উল্লাসিত হয়ে আবির ও রং উড়াতে উড়াতে নৃত্য করতে থাকে৷ হালকা মেঘের তলায় হালকা রৌদ্রে দোল উৎসবে ‘রং বরসে চুনর বালী…’ ছবিটা ধানবাদের বিসিসিএল এর সিএমডি সমীরন দত্তের বাংলো তে ধরা পড়ল৷ তবে শুধু এখানেই নয়, ধানবাদের জেলা শাসক মাধবী মিশ্রা ও পুলিশ প্রশাসনের এসএসপি পি জনার্দন-এর বাংলো তেও একই দৃশ্য দেখা গেল৷ এই দোল উৎসব মানেই এক মিলন সভা৷ মিলন স্থল৷ খোলা মনে ও আন্তরিকতায় ভরা এক মিলন সমারোহ৷ আবির ও রং লাগিয়ে এক অন্যকে আলিঙ্গন করা এক সম্পর্ক গডে় তোলার হাত ছানি দেয়৷ মনের মধ্যে কিন্ত্ত পরন্ত্ত বা কোন রকম মান অভিমান রাগ অনুরাগ রাগ বিরাগ বা অতীত তের কোন জমে থাকা রাগ সব আজ দোলের রং এ ধুয়ে মুছে যায়৷ সেটা এই দোল উৎসবের মিলন স্থলেই ঘটে৷ সকলের তাই মতামত৷ ধানবাদের সিএমডি সমীরন দত্তের বাংলো তে কয়লা খনির বিভিন্ন এরিয়ার ও কয়লা ভবনের উছ পদস্থ অফিসাররা ও তাদের পরিবারের সকলে আজ উপস্থিত ছিলেন৷ সকলে দোল খেলায় মেতে ওঠে৷ এক অন্যকে রং ও আবির দিয়ে আলিঙ্গন করে, হাত মেলায়৷ অন্য দিকে সঙ্গীত মঞ্চ থেকে দুই গায়ক গায়িকার কণ্ঠে দোল উৎসবের মধুর সঙ্গীত অন্য মাত্রা এনে দেয়৷

সংগীতের তালে তালে সকলে নাচতে থাকে৷ বিসিসিএল এর ডিরেক্টর পার্সোনাল মুরলী কৃষ্ণ রামাইয়া মধুর সঙ্গীত শোনান৷ এছাড়াও মঞ্চে অন্যান্য অফিসার রাও নিজের কলা প্রস্তুতি দেন৷ সিএমডি-র স্ত্রী সহ দীক্ষা মহিলা মণ্ডলের সভাপতি মিলি দত্ত সমস্ত সঙ্গীদের নিয়ে আবির ও রং খেলায় মেতে ওঠেন৷ সব মিলে এই দোল উৎসবের মিলন স্থল এক অন্য মাত্রা এনে দেয়৷ সকলের অনুরোধে সিএমডি সমীরন দত্ত ও তাঁর স্ত্রীমিলি দত্ত, ডিরেক্টর পার্সোনাল মুরলী কৃষ্ণ রামাইয়া ও তাঁর স্ত্রী পুরবিতা রামাইয়া, জিএম (পি অ্যান্ড আই আর) বিদু্যৎ সাহা ও তাঁর স্ত্রী ইন্দ্রাণী সাহা অসাধারণ নৃত্য পরিবেশন করেন৷ অনুষ্ঠানের মাঝে বিসিসিএল এর সিএমডি সমীরণ দত্ত সাংবাদিকদের বলেন, আমাদের আজকের এই দোল উৎসব সকলের আনন্দের দিন৷ ভগবানের কাছে প্রার্থনা করি বিসিসিএল ও ধানবাদ বাসীর অনেক উন্নতি হোক৷ সকলের মনে আনন্দের জোয়ার আসুক৷ সকলে নিজের নিজের রাগ ক্রোধ ভুলে গিয়ে এক অন্যের সাহায্য করুক৷ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধানবাদ বিকাশের পথে চলছে৷ সকলে নিজের নিজের দায়িত্ব পালন করুক৷ আমরা সকলের কাছে সহযোগিতা পাচ্ছি৷ সকলের আনন্দে দিন কাটুক৷ ছবি—চন্দন পাল