• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের মুখ্যমন্ত্রীর উদ্দেশে বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল

নিজস্ব প্রতিনিধি— এবার শালীনতা ভঙ্গের অভিযোগ উঠলো বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিতর্কিত এবং কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দলীয় লেটারপ্যাডে দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস৷ দিলীপ ঘোষ কী বলেছেন, কী কারণে তাঁদের অভিযোগ,

নিজস্ব প্রতিনিধি— এবার শালীনতা ভঙ্গের অভিযোগ উঠলো বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিতর্কিত এবং কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে দিলীপ ঘোষের বিরুদ্ধে৷ মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দলীয় লেটারপ্যাডে দিলীপের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস৷ দিলীপ ঘোষ কী বলেছেন, কী কারণে তাঁদের অভিযোগ, সেসব বিস্তারিত উল্লেখ করা হয়েছে চিঠিতেই৷ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা দিলীপের কুরুচিকর মন্তব্য আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের জন্য দায়ী, দাবি ঘাসফুলের৷ অভিযোগ পেয়ে সাড়া দিয়েছে নির্বাচন কমিশনও৷

শাসক শিবিরের বক্তব্য, আদর্শ আচরণবিধি অনুযায়ী কোনও প্রার্থী কারও ব্যক্তিগত জীবন সম্পর্কে সমালোচনা বা আক্রমণ করতে পারেন না৷ মহিলাদের অসম্মান করা হয়, এমন কোনো মন্তব্যও কোনও রাজনৈতিক দল বা কোনও প্রার্থী করতে পারেন না৷ সেই নিয়ম ভঙ্গ করেছেন দিলীপ ঘোষ৷ অভিযোগ পাওয়া মাত্রই কাজ! ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশনও৷ দিলীপ ঘোষের এই মন্তব্যের বিরুদ্ধে জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সূত্রে খবর, জেলাশাসকের কাছ থেকে ওই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে৷ রিপোর্ট এলে তা দিল্লিতে কমিশনের দফতরে পাঠানো হবে৷ কমিশন খতিয়ে দেখে সিদ্ধান্ত জানাবে৷ দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল সমর্থকেরা৷ চিঠি দিয়েই ক্ষান্ত হয়নি ঘাসফুল, তৃণমূলের তরফ থেকে ১০ জনের একটি প্রতিনিধি দল আজ অর্থাৎ বুধবার সকাল ১১টায় দ্বারস্থ হবেন নির্বাচন কমিশনে৷

এক্ষেত্রে উল্লেখ্য, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মঙ্গলবার শহর দুর্গাপুরের চতুরঙ্গ মাঠ থেকে অম্বুজা এলাকায় স্থানীয় বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে প্রাতর্ভ্রমণে বার হয়েছিলেন৷ সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, ‘বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে৷ ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে৷’ এরপরই তিনি করেন সেই কুরুচিকর মন্তব্য যা কেবল মুখ্যমন্ত্রী নয় বরং গোটা বাংলার কাছে, সমগ্র নারী জাতির কাছে অত্যন্ত লজ্জাজনক৷ মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে ব্যক্তিগত আক্রমণ করেন দিলীপ৷ শুধু তাই নয়! পাশাপাশি, আরও কটাক্ষ করে বলেন, ‘দিদির পা টলছে৷ বাডি়র লোক-ই ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ বাংলার লোক কখন ধাক্কা দিয়ে ফেলে দেবে বুঝতেই পারবেন না৷’ দিলীপ ঘোষের এহেন মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে৷

রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ থেকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রত্যেকেই সরব হয়েছেন দিলীপের বিরুদ্ধে, কটাক্ষের তীর ছুঁড়েছেন দিলীপ তথা বিজেপির দিকে৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তীব্র নিন্দা করে বলেন, নিজ নির্বাচনী কেন্দ্র মেদিনীপুরের টিকিট না পেয়ে তিনি মানসিক অবসাদে ভুগছেন আর সেই থেকেই এমন কুরুচিকর মন্তব্য করছেন৷ মুখ খুলেছেন বসুন্ধরা গোস্বামীও৷ তাঁর মতে, দিলীপ ঘোষ নিজের মন্তব্যের মধ্য দিয়ে নিজ রাজনৈতিক দলের নীতি, সংস্কৃতিকেই স্পষ্ট করছেন যেখানে কোনো মহিলাই সম্মান পান না৷ বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদও দিলীপ ঘোষকে ‘অসুস্থ’ বলেই আখ্যা দেন৷ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এর তীব্র নিন্দা করে বলেন, এটিই বিজেপির আসল চরিত্র৷ তাঁর মনে নারীর জন্য কোনো সম্মান নেই৷ রাজনৈতিক মহলও তাঁর এই কুরুচিকর মন্তব্যের জন্য মানসিক রোগী বলেই তকমা দিচ্ছে দিলীপকে৷ উল্লেখ্য, ভোটের মুখে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যকে হাতিয়ার করে এবার একযোগে সরব হয়েছে তৃণমূল শিবির৷ নির্বাচন কমিশন কত দ্রুত এই ঘটনায় পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে বাংলা৷