• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কাকলির প্রচারে অভিনবত্ব আনতে ‘থিম সং’, যা নজর কাড়বে সকলের

নিজস্ব প্রতিনিধি— নির্বাচনী প্রচারে এবার ফিল্মি কায়দা৷ ‘থিম সং’ দিয়ে হবে নির্বাচনী প্রচার৷ বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে তৈরি হলো ‘থিম সং’, যার নাম ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’৷ টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার ওরফে পুচে এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের

নিজস্ব প্রতিনিধি— নির্বাচনী প্রচারে এবার ফিল্মি কায়দা৷ ‘থিম সং’ দিয়ে হবে নির্বাচনী প্রচার৷ বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের প্রচারে তৈরি হলো ‘থিম সং’, যার নাম ‘বার বার চারবার, বারাসতের অহংকার কাকলি ঘোষ দস্তিদার’৷ টলিউডের প্রখ্যাত মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার ওরফে পুচে এবং বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সহ সভাপতি সোহম পালের হাত ধরে তৈরী হয়েছে এই গান৷ এক্ষেত্রে উল্লেখ্য, গানের লেখক সোহম পাল নিজেই৷

মূলত নির্বাচনী প্রচারে অভিনবত্ব আনতেই এই উদ্যোগ৷ বারাসত লোকসভা কেন্দ্রের চতুর্থবারের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের উন্নয়নমূলক কার্যাবলীগুলি জনসাধারণের কাছে সহজ সরল ভাবে ফুটিয়ে তোলাই এই গান সৃষ্টির মূল উদ্দেশ্য৷ চব্বিশের নির্বাচনী প্রচারে ‘থিম সং’-এর ব্যবহার এই প্রথম৷ তাই স্বাভাবিকভাবেই গানটি জনমানসে ব্যাপক সাড়া ফেলবে তার আন্দাজ করাই যায়৷

গানে উল্লেখিত হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের অবদানের কথা৷ অন্ধকারাচ্ছন্ন বারাসত শহরকে সবুজ, আলোকিত শহরে পরিণত করেছেন তিনি৷ পাশাপাশি বারাসতের জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর, প্রত্যেক বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, সড়কের উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে স্কলারশীপের মাধ্যমে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো সহ কোনো ক্ষেত্রই উপেক্ষিত হয়নি কাকলির কাছে৷ এই সকল বিষয়ই বর্ণিত হয়েছে এই গানে৷ তবে নির্বাচনী প্রচারের ‘থিম সং ‘মানেই কি সাদামাটা একটি গান? তা একেবারেই নয়৷ গানের লেখক সোহম পাল এবং মিউজিক ডিরেক্টর সুশান্ত মজুমদার প্রমান করে দিয়েছেন একটি নির্বাচনী সঙ্গীতও কতটা মনোগ্রাহী হতে পারে৷ একাধিক বাদ্যযন্ত্রের ব্যবহার, মন ছোঁয়া কণ্ঠস্বর, অসাধারণ সুর সবমিলিয়ে গানটি একেবারে স্বয়ংসম্পূর্ণ৷

লড়াইটা দিল্লির মসনদ দখলের৷ কোন রাজনৈতিক দলের পাল্লা কতটা ভারী তা বুঝিয়ে দিচ্ছে তাদের স্ট্র্যাটেজি৷ চব্বিশের নির্বাচনের মাত্র আর কয়েকটা দিন বাকি তার আগেই বাজিমাতে ব্যস্ত পদ্ম থেকে জোড়াফুল৷ এবার কাকলি ঘোষ দস্তিদারের নির্বাচনী প্রচারে তৈরী হওয়া গান ঘুম কেড়ে নিতে পারে বিরোধীদের৷ ‘কাকলি স্ট্র্যাটেজি’-এর অন্যতম বৈশিষ্ট্য হতে পারে এই ‘থিম সং’৷ সূত্রের খবর, খুব শীঘ্রই এই গানটিকে জনসমক্ষে আনা হবে৷

কেবল রাজনীতি নিয়েই ব্যস্ত থাকেন না কাকলি ঘোষ দস্তিদার৷ যেকোনো উৎসবে সাধারণ মানুষের সাথে পায়ে পা মিলিয়ে আনন্দে সামিল হন তিনি৷ সেই ছবিই ধরা পড়লো সোমবার বিধাননগরের হোলি উৎসবে৷ আবির খেলা, কোলাকুলির মধ্য দিয়ে সর্বধর্ম নির্বিশেষে সকলের সাথে উল্লাসে মেতে ওঠেন৷ সারা বছর মানুষের সেবায় নিযুক্ত থাকা কাকলি ঘোষ দস্তিদার নিশ্চিত নিজের জয় নিয়ে, ব্যাপক জনসমর্থনই তার প্রমাণ৷