• facebook
  • twitter
Sunday, 24 November, 2024

রবিবার আরও এক দফার প্রার্থী তালিকা বিজেপির, বাংলা সেই অধরাই

দিল্লি, ২৪ মার্চ– প্রার্থী তালিকা প্রকাশ নিয়েই বিজেপির দলের ভেতরেই শুরু হয়েছে মনোমালিন্য৷ প্রথম দফার লোকসভা নির্বাচন পর্বের জন্য মনোনয়ন জমা শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েক দিন কেটে গেলেও বিজেপির তরফে বাংলার সবকটি তথা জলপাইগুডি়র প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা হয়নি৷ চলতি সপ্তাহেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বঙ্গ

দিল্লি, ২৪ মার্চ– প্রার্থী তালিকা প্রকাশ নিয়েই বিজেপির দলের ভেতরেই শুরু হয়েছে মনোমালিন্য৷ প্রথম দফার লোকসভা নির্বাচন পর্বের জন্য মনোনয়ন জমা শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েক দিন কেটে গেলেও বিজেপির তরফে বাংলার সবকটি তথা জলপাইগুডি়র প্রার্থীর নাম পর্যন্ত ঘোষণা হয়নি৷ চলতি সপ্তাহেই দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বঙ্গ বিজেপি নেতা কেন্দ্রীয় কোর কমিটির সঙ্গে একদফা আলোচনার পরেও যে প্রার্থীর নাম চূড়ান্ত করা সম্ভব হয়নি৷
শনিবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ছিল৷ সেখানে সুকান্ত মজুমদার হাজির থাকলেও, ছিলেন না শুভেন্দু৷ বৈঠকে মঙ্গল পাণ্ডে, সতীশ ধন্দ ও অমিতাভ চক্রবর্তীরও হাজির ছিলেন বলেই জানা গিয়েছে৷ মূল নির্বাচন কমিটির বৈঠকের আগে আরও একবার কোর কমিটির সঙ্গে বাংলার নেতাদের প্রার্থী নিয়ে আরেক প্রস্থ আলোচনা হয়েছে৷ রাতে বাংলার তালিকায় চূড়ান্ত সিলমোহর বসলেও বাকি থাকা ২২টি আসনেরই প্রার্থীর নাম এই পর্বেও ঘোষণা হবে কি না তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বলেই বিজেপি সূত্রের খবর৷ লোকসভা নির্বাচনে বাংলায় সুকান্ত না কি শুভেন্দু, কার পছন্দের প্রার্থীদের তালিকার পাল্লা ভারী থাকবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ চলেছ বঙ্গ বিজেপির অন্দরে৷
অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার বিভিন্ন আসনের জন্য নামকরা মুখের সন্ধান করতে বলেছিল বঙ্গ বিজেপিকে৷ সূত্রের খবর, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের বঙ্গ বিজেপির তরফে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হলেও প্রায় সকলেই তা খারিজ করে দিয়েছেন৷ তাতে কেন্দ্রীয় নেতৃত্ব ভীষণই ক্ষুব্ধ৷ রাজ্যের ধনী এবং অবাঙালি ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন বিজেপির প্রার্থী হওয়ার জন্য ইচ্ছাপ্রকাশ করলেও তাতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব৷
বস্তুত, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাঁদের জয়ের সম্ভাবনা কতটা সেই হিসাবের অঙ্ক মিলিয়ে নিতে চান শাহ-নাড্ডারা৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের অন্দরে দাঁডি়য়ে ‘অব কি বার, চারশো পার’ স্লোগান দিয়েছেন৷ তিনি বিজেপি ৩৭০ আসন পাবে বলে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়ার পরে চাপে পডে় গিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীরাও৷ কীভাবে লক্ষ্যপূরণ হবে সেই চিন্তায় ব্যস্ত তাঁরাও৷ বাংলা থেকে যাঁরা বিজেপির হয়ে জয় আনতে পারবে, তাঁদেরই প্রার্থী করা হোক– এই মর্মে আগেই শুভেন্দু-সুকান্তকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছিলেন শাহ-নাড্ডারা৷ বঙ্গ বিজেপির পক্ষ থেকে প্রতিটি আসনের জন্য চার জন করে সম্ভাব্য প্রার্থীর নাম দেওয়া হলেও তাঁদের জেতার সম্ভাবনা কতটা, সেই প্রশ্ন উঠতে সন্তোষজনক জবাব পাননি কেন্দ্রীয় নেতারা৷ আর সেই গেরোতেই আটকে রয়েছে বাংলার প্রার্থীতালিকা৷