দিল্লি, ২৪ মার্চ– আবগারি কেলেঙ্কারির অভিযোগে বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ এই গ্রেফতারির পর বিজেপির নেতাদের বলতে শোনা গিয়েছিল, কর্মের ফল ভোগ করছেন অরবিন্দ কেজরিওয়াল৷’ এবার সেই বিজেপির বিরুদ্ধেই যে গুরুতর তথ্য সামনে এল তার পর কি বলবেন সেই বিজেপি নেতারা৷ এবার আবগারি কেলেঙ্কারিতে জেল খাটা ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নেওয়ার গুরুতর তথ্য সামনে এল বিজেপির বিরুদ্ধে৷
দিল্লির আবগারি নীতি তৈরির সময় অরবিন্দ ফার্মা নামে এক ব্যবসায়ীকে বিজেপিকে সাডে় পাঁচ কোটি টাকার বেশি অর্থ ইলেকট্রোরাল বন্ড মারফৎ দিয়েছিলেন৷ ২০২২ সালে আবগারি মামলায় ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল৷ প্রায় সাডে় পাঁচ মাস জেল খাটা ওই ব্যবসায়ী গত নভেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলকে আরও ৫২ কোটি টাকা অনুদান দিয়েছিলেন৷
সেই ব্যবসায়ী শরৎচন্দ্র রেড্ডির কোম্পানী বিজেপির নির্বাচনী তহবিলে দু’দফায় প্রায় ৪০ কোটি টাকা দিয়েছে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন৷
অরবিন্দ ফার্মা দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল ফার্মগুলির মধ্যে একটি৷ ২০২৩ সালে এর আয় ২৪ হাজার কোটি টাকা ছাডি়য়ে গেছে৷
কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ৫২ কোটির মধ্যে ৬৬ শতাংশ তিনি বিজেপিকে দিয়েছিলেন৷ ২৯ শতাংশ দিয়েছিলেন ভারত রাষ্ট্র সমিতি তথা বিআরএস এবং অবশিষ্ট অংশ তেলেগু দেশম পার্টিকে নগদে দিয়েছিলেন৷
প্রসঙ্গত, শনিবারই এ ব্যাপারে আম আদমি পার্টির নেত্রী অতিশী নথিপত্র তুলে ধরে অভিযোগ করেছেন, যে আবগারি কেলেঙ্কারির অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার দেখানো হচ্ছে, সেই কেলেঙ্কারিতে অভিযুক্ত জেল খাটা এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি নিয়েছে বিজেপি৷
অতশীর অভিযোগ, ‘কেজরিওয়ালের নাম বললে জামিন দেওয়া হবে- এই শর্তে ওই ব্যবসায়ীকে জামিন দিয়ে তাঁর বক্তব্যকে হাতিয়ার করে মিথ্যে কেসে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে৷ আমরা যে সঠিক কথায় বলছি, সেটা কমিশনের প্রকাশিত তথ্যও প্রমাণিত হয়ে গেল৷ ওই জেল খাটা ব্যবসায়ী সবেচেয়ে বেশি অনুদান দিয়েছেন বিজেপিকেই৷’