• facebook
  • twitter
Friday, 22 November, 2024

৩১ মার্চ রামলীলা ময়দানে মেগা র্যালি ইন্ডিয়া জোটের

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় ইন্ডিয়া জোট দিল্লি, ২৫ মার্চ– জোট সরিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে এবার আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের৷ আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা র্যালির আয়োজন করছে ইন্ডিয়া জোট৷ বিরোধীদের অভিযোগ এজেন্সিকে কাজে লাগিয়ে বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের গ্রেফতার করাচ্ছে মোদি সরকার৷ এ ব্যাপারে শুক্রবার নির্বাচন কমিশনের কাছেও

কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে রাস্তায় ইন্ডিয়া জোট
দিল্লি, ২৫ মার্চ– জোট সরিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের প্রতিবাদে এবার আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের৷ আগামী ৩১ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মেগা র্যালির আয়োজন করছে ইন্ডিয়া জোট৷ বিরোধীদের অভিযোগ এজেন্সিকে কাজে লাগিয়ে বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের গ্রেফতার করাচ্ছে মোদি সরকার৷ এ ব্যাপারে শুক্রবার নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানিয়েছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব৷ এবার একই দাবিতে সরাসরি রাস্তায় নামতে চলেছেন তাঁরা৷
রবিবার জোটের অন্যতম শরিক কংগ্রেস এবং আপ নেতৃত্ব একসঙ্গে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন৷ দুই দলের তরফে দেশের গণতন্ত্র বাঁচানোর এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য সর্বস্তরের মানুষকে ওই র্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানান হয়েছে৷
এদিন সাংবাদিক বৈঠকে আপ নেতা গোপাল রাই প্রধানমন্ত্রী তথা বিজেপির মুখ নরেন্দ্র মোদিকে বিধে বলেন, ‘গণতন্ত্রের অবসান ঘটিয়ে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে মোদি সরকার৷ এজেন্সি লাগিয়ে বেছে বেছে বিরোধী দলের নেতা-নেত্রীদের জেলে ভরা হচ্ছে৷ যার সর্বশেষ সংযোজন অরবিন্দ কেজরিওয়াল৷ তাই দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষার জন্য এই র্যালি৷’
কংগ্রেসের দিল্লির নেতা অরবিন্দর সিং লাভলিও বলেন, ‘রাজনৈতিক নয়, দেশের গণতন্ত্র বাঁচানোর এবং কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্যই আমাদের এই কর্মসূচি৷’
গত ২১ মার্চ ৯ বার তলবের পর আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তার বাড়ি থেকে গ্রেফতার করে ইডি৷ এর আগে আবগারি দুর্নীতি মামলায় গত বছর দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল ইডি৷ গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছিল তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে৷