• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

কেজরির পর এবার আপ বিধায়ক গুলাব সিংহ যাদবের বাডি়তে ইডি-র তল্লাশি

দিল্লি, ২৩ মার্চ— দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর এবার আপ বিধায়ক গুলাব সিংহ যাদবের বাডি়তে হানা দিল ইডি৷ শনিবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে আপ বিধায়কের বাড়িতে৷ কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুলাব সিংহের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী সংস্থার আধিকারিকেরা৷ তবে কোন মামলায় এই তল্লাশি তা এখনও পরিষ্কার নয়৷ আবগারি দুর্নীতি মামলায় একাধিক সাংসদ-বিধায়ক জেলে বন্দি৷

দিল্লি, ২৩ মার্চ— দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর এবার আপ বিধায়ক গুলাব সিংহ যাদবের বাডি়তে হানা দিল ইডি৷ শনিবার সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে আপ বিধায়কের বাড়িতে৷ কেন্দ্রীয় বাহিনী নিয়ে গুলাব সিংহের বাড়িতে তল্লাশি চালান তদন্তকারী সংস্থার আধিকারিকেরা৷ তবে কোন মামলায় এই তল্লাশি তা এখনও পরিষ্কার নয়৷ আবগারি দুর্নীতি মামলায় একাধিক সাংসদ-বিধায়ক জেলে বন্দি৷ তার মাঝেই উঠে এসেছে গুলাব সিংহ যাদবের নাম৷ এর আগে ২০১৬ সালে আর্থিক তছরুপের মামলায় গুলাবকে এক বার গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ৷

আপ বিধায়ক গুলাব সিংহ যাদবের বাডি়তে ইডির তল্লাশির বিরোধিতা করেছে আম আদমি পার্টি৷ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ‘‘বিজেপি সরকার দেশের সমস্ত বিরোধী দলের নেতাকে জেলে পাঠানোর চেষ্টা করছে, এটা শুধু ভারত নয়, দেশের বাইরের মানুষও বুঝতে পারছেন৷ এই দেশ আসলে রাশিয়ার পথ অনুসরণ করছে৷ পাকিস্তান, বাংলাদেশ, উত্তর কোরিয়াতেও এই একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল৷ এখন তা ভারতে হচ্ছে৷ পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র এ বার স্বৈরতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে৷ সাধারণ মানুষের মৌলিক অধিকারগুলি ধ্বংস করে দেওয়া হবে, বিরোধীদের কণ্ঠরোধ করা হবে৷’’

সৌরভ আরও বলেন, ‘‘আমাদের দলের চার জন শীর্ষ নেতা মিথ্যা অভিযোগে জেল খাটছেন৷ আমরা এবার গুজরাটেও ভোটে লড়ছি৷ গুজরাটে আপের তরফে গুলাবকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল৷ আমার মনে হয়, আগামী দিনে আরও বিরোধী নেতাদের বাডি়তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাবে এবং বিরোধীদের এভাবেই ভয় দেখানো হবে৷’’

উল্লেখ্য, আবগারি ‘দুর্নীতি’ মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের সর্বোচ্চ নেতা অরবিন্দ কেজরীওয়ালকে গ্রেফতার করেছে ইডি৷ ওই মামলায় তাঁকে আট বার সমন পাঠানো হয়েছিল৷ বৃহস্পতিবারই ছিল নবম সমনের দিন৷ প্রতি বারই কেজরী হাজিরা এডি়য়েছেন৷ বৃহস্পতিবার রক্ষাকবচ চেয়ে তিনি দিল্লি হাই কোর্টে গিয়েছিলেন৷ সেই আবেদন খারিজ হয়ে যায়৷ রাতেই তাঁর বাসভবনে যায় ইডি৷ সেই রাতেই তাঁকে গ্রেফতার করা হয়৷