• facebook
  • twitter
Friday, 22 November, 2024

‘টিকিট পেয়েছি’, উচ্ছ্বসিত উর্বশী রামমন্দিরে

অযোধ্যা, ২৩ মার্চ– ছবির থেকে বেশি সম্পর্ক নিয়েই তিনি বেশি চর্চিত৷ সেই বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা এবার চর্চায় রাজনীতি নিয়ে৷ চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ দেশের বেশিরভাগ দলই তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করে ফেলেছে৷ সেই লোকসভা ভোটে এবার নাকি প্রার্থী হচ্ছেন উর্বশী রওতেলা৷ তাও আবার বিজেপির টিকিটে৷ উর্বশী “টিকিট পেয়েছি”, বলেই ছুটলেন রামমন্দিরে পুজো

অযোধ্যা, ২৩ মার্চ– ছবির থেকে বেশি সম্পর্ক নিয়েই তিনি বেশি চর্চিত৷ সেই বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা এবার চর্চায় রাজনীতি নিয়ে৷ চব্বিশের লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে৷ দেশের বেশিরভাগ দলই তাদের প্রার্থী তালিকাও প্রকাশ করে ফেলেছে৷ সেই লোকসভা ভোটে এবার নাকি প্রার্থী হচ্ছেন উর্বশী রওতেলা৷ তাও আবার বিজেপির টিকিটে৷
উর্বশী “টিকিট পেয়েছি”, বলেই ছুটলেন রামমন্দিরে পুজো দিতে৷ আর সেই ছবি নেটপাড়ায় ছডি়য়ে পড়তেই উর্বশীর বিজেপির টিকিটে ভোটে লড়ার জল্পনা তুঙ্গে৷ উর্বশী রাওতেলা বর্তমানে ‘জেএনইউ: জাহাঙ্গীর ন্যাশন্যাল ইউনিভার্সিটি’ সিনেমার রিলিজ নিয়ে ব্যস্ত৷ যে ছবিতে অভিনয় করেছেন তিনি৷ সেই পলিটিক্যাল ড্রামার প্রচারেই রাজনীতিতে যোগদান নিয়ে মুখ খুললেন তিনিয উর্বশীর মন্তব্য, “আমি তো ইতিমধ্যেই টিকিট পেয়ে গিয়েছি৷ তবে এখনও ধন্দে রয়েছি, রাজনীতিতে যোগ দেব কিনা৷” একথা বলার পরই শুক্রবার অযোধ্যার রামমন্দিরে পুজো দিতে ছুটলেন উর্বশী রাওতেলা৷ রামমন্দির কর্তৃপক্ষের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান তিনি৷ পরনে হলুদ শাডি়৷ মাথায় ঘোমটা৷ ‘সংস্কারি’ অবতারে উর্বশীকে দেখেই নেটপাড়া দুয়ে দুয়ে চার করল, তাহলে কি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটেই লড়ছেন তিনি?