• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ফের এসিপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ কেজরিওয়ালের, সিসিটিভি জমা দেওয়ার নির্দেশ বিচারকের

দিল্লি, ২৩ মার্চ– আবগারি দূর্নীতিতে বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শুক্রবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হলে আপ প্রধানকে ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ এরই মাঝে ইডি হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁকে শুক্রবার যখন আদালতে হাজির করানো হচ্ছিল, তখন কোর্ট চত্বরে হাজির হওয়া মানুষের সঙ্গে

দিল্লি, ২৩ মার্চ– আবগারি দূর্নীতিতে বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ শুক্রবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হলে আপ প্রধানকে ছয় দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ এরই মাঝে ইডি হেফাজতে থাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অভিযোগ করেন, তাঁকে শুক্রবার যখন আদালতে হাজির করানো হচ্ছিল, তখন কোর্ট চত্বরে হাজির হওয়া মানুষের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন দিল্লির অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার একে সিং৷ আদালত সূত্রে জানা গেছে, বিচারক দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগটি গ্রহণ করেছেন৷ এরপরই কোর্ট চত্বরের সিসিটিভি ফুটে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক৷ মামলার পরবর্তী শুনানির দিন ওই ভিডিও ফুটেজ খতিয়ে দেখবেন বিচারক৷ এই প্রথম নয়, এর আগে আবগারি মামলায় ইডি দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে গ্রেফতারের পর আদালতে হাজির করানোর সময়ও ওই এসিপি আদালত চত্বরে হাজির হওয়া মানুষের সঙ্গে ইচ্ছে করে দুর্ব্যবহার করেছিলেন বলে অভিযোাগ করেন কেজরিওয়াল৷ আর কেজরির এই অভিযোগের ভিত্তিতে দিল্লির এসিপি (সহকারী পুলিশ কমিশনার)-র বিরুদ্ধে আদালত চত্বরের সিসিটিভি খতিয়ে দেখার নির্দেশ দিলেন বিচারক কাবেরি বাওয়েজা৷
অন্যদিকে, শনিবার আপ মন্ত্রী আতিশী সাংবাদিক সম্মেলনে দাবি করেন, দিল্লিতে আপ অফিসটি ‘সিল’ করা হয়েছে৷ এর বিরুদ্ধে এদিন তারা নির্বাচন কমিশনে নালিশ করবেন বলেও জানান আপ মন্ত্রী৷
এক্স পোস্টে, আপ অতীশি দলীয় কার্যালয় সিল নিয়ে প্রশ্ন তোলেন৷ লেখেন, এটি সংবিধান বিরুদ্ধ কাজ৷