মোহালি– ২০২২ সালের ২২ ডিসেম্বর শেষ ম্যাচ খেলেছিলেন৷ ২০২৪ সালের ২৩ মার্চ আবার ২২ গজের লড়াইয়ে ফিরছেন ঋষভ পন্থ৷ লাল বলের ক্রিকেটের পর টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ৷ ১৫ মাস ক্রিকেট মাঠ থেকে দূরে ছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক৷ প্রত্যাবর্তনের আগে তিন অনুভূতি ২৬ বছরের উইকেটরক্ষক-ব্যাটারের৷ শনিবার মোহালির নতুন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হবে দিল্লি৷ এ বছরের আইপিএলে দিল্লিকে আবার নেতৃত্ব দেবেন পন্থ৷ দীর্ঘ দিন পর মাঠে ফেরার আগে কিছুটা চাপে তিনি৷
শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পন্থ৷ এত দিন পর মাঠে ফেরা প্রসঙ্গে পন্থ বলেছেন, ‘আমি কিছুটা চিন্তিত, কিছুটা উত্তেজিত এবং কিছুটা চাপেও রয়েছি৷ আবার পেশাদার ক্রিকেটে ফিরতে পেরে আমি খুশি৷ শনিবার প্রথম ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছি৷ মাঠে নামার জন্য অপেক্ষা করতে পারছি না৷’
১৫ মাসের এই বিরতিই সম্ভবত পন্থের জীবনের কঠিনতম সময়৷ ২০২২ সালের ৩০ ডিসেম্বর পথ দুর্ঘটনার পর প্রশ্নের মুখে পডে় গিয়েছিল তাঁর ক্রিকেট ভবিষ্যৎ৷ তিনি আদৌ আর খেলতে পারবেন কিনা, প্রাথমিক ভাবে তা নিশ্চিত করতে পারেননি চিকিৎসকেরাও৷ পন্থকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টার খামতি রাখেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা, চিকিৎসকেরা৷ কষ্ট সহ্য করে সমান তালে চেষ্টা করে গিয়েছেন পন্থ নিজেও৷