• facebook
  • twitter
Friday, 27 December, 2024

ডাক পেলেন মান্ধানা ও বাংলার রিচা ঘোষ

বেঙ্গালুরু– দেশের মাঠে আরসিবির হয়ে মেয়েদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলার জন্য ডাক পেলেন ভারতের দুই ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ৷ তাঁরা ছাড়া আরও অনেকেই ড্রাফটে নিজেদের নাম লিখিয়েছিলেন৷ কেউ দল পাননি৷ তাঁরা অবিক্রিত থেকে গিয়েছেন৷ ২০ মার্চ ড্রাফট হয়৷ দেখা যায় অবিক্রতি ক্রিকেটারদের মধ্যে আছেন হরমনপ্রিত কৌর সহ আরও

বেঙ্গালুরু– দেশের মাঠে আরসিবির হয়ে মেয়েদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর দ্য হান্ড্রেড টুর্নামেন্টে খেলার জন্য ডাক পেলেন ভারতের দুই ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও রিচা ঘোষ৷ তাঁরা ছাড়া আরও অনেকেই ড্রাফটে নিজেদের নাম লিখিয়েছিলেন৷ কেউ দল পাননি৷ তাঁরা অবিক্রিত থেকে গিয়েছেন৷ ২০ মার্চ ড্রাফট হয়৷ দেখা যায় অবিক্রতি ক্রিকেটারদের মধ্যে আছেন হরমনপ্রিত কৌর সহ আরও অনেকেই৷ ১৭ জন ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছিলেন৷ হরমন ছাড়া অবিক্রিত থেকে গিয়েছেন জেমাইমা রডরিগেড, দীপ্তি শর্মা, এবার ফাইনালে চমক দেওয়া শ্রেয়াঙ্কা পাতিলরা দল পাননি৷ মান্ধানা সাদার্ন ব্রেভে ও রিচা বার্মিংহাম ফোনেক্সে খেলবেন৷ টুর্নামেন্ট শুরু হবে ২৩ জুলাই৷