• facebook
  • twitter
Monday, 25 November, 2024

ভিনিসিয়াসকে সাবধান বার্তা দিলেন কোচ ডরিভাল

সাওপাওলো– ভিনিসিয়াস জুনিয়রকে যদি ফের বর্ণবাদী বিদ্বেষের শিকার হতে হয় তাহলে ব্রাজিল ফুটবল ফেডারেশন সহজে ছেডে় দেবে না৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ ডরিভাল৷ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল৷ ডরিভাল কোচ হয়ে আসার পর এই প্রথম বিদেশ সফরে এসেছে ব্রাজিল৷ সুতরাং ডরিভালের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম৷ তবে তিনি চিন্তিত

সাওপাওলো– ভিনিসিয়াস জুনিয়রকে যদি ফের বর্ণবাদী বিদ্বেষের শিকার হতে হয় তাহলে ব্রাজিল ফুটবল ফেডারেশন সহজে ছেডে় দেবে না৷ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ ডরিভাল৷ শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল৷ ডরিভাল কোচ হয়ে আসার পর এই প্রথম বিদেশ সফরে এসেছে ব্রাজিল৷ সুতরাং ডরিভালের কাছে এই ম্যাচের গুরুত্ব অপরিসীম৷ তবে তিনি চিন্তিত তাঁর দলের প্রধান ফরোয়ার্ডকে নিয়ে৷ রিয়াল মাদ্রিদে খেলেন ভিনিসিয়াস৷

সেখানে তাঁকে ক্রমাগত বর্ণবিদ্বেষের শিকার হতে হয়৷ এমনও ঘটনা ঘটেছে যেখানে রিয়াল মাদ্রিদ খেলেনি অথচ সেখানেও ভিনিসিয়াস জুনিয়র বিদ্রুপের শিকার হয়েছেন৷ তাই ক্ষুব্ধ কন্ঠে ডরিভালকে বলতে শোনা যায়, “আমার কাছে সত্যি ব্যাপারটা অদ্ভুত লাগছে৷ কেন বারবার ভিনিসিয়াসকে বর্ণবিদ্বেষের শিকার হতে হচ্ছে তা আমার কাছে অজানা৷ সবচেয়ে খারাপ লাগছে, ছেলেটা এখনও পড়াশুনো করছে৷ তবু তাকে কিনা এসব অপবাদের সামনে বারবার পড়তে হচ্ছে৷ আমারা জানি, স্পেনের মানুষ খুবই শান্তিপ্রিয়৷ তাঁরা বরাবর অপরকে সম্মান জ্ঞাপন করেন৷ অথচ মুষ্টিমেয় ব্যক্তির জন্য পুরো স্পেনকে কিনা দোষারোপ হতে হচ্ছে৷”

২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র৷ তারপর থেকে যে কোনও মাঠে খেলতে গেলেই ভিনিকে নিয়ে দর্শকদের বিদ্রুপাত্মক শব্দগুচ্ছ ভেসে আসবেই৷ তাই ডরিভাল চান উয়েফা যেন এই ব্যাপারে কঠোর শাস্তির কথা ঘোষণা করুক৷ গতবছর ভ্যালেন্সিয়া ম্যাচে একই ধরনের ঘটনার পর ফিফা কঠোর বার্তা দিতে ভুল করেনি৷ ব্রাজিল কোচ চাইছেন, পুলিশ যদি সক্রিয় মনোভাব নিয়ে এগোয় তাহলে দোষীদের কঠোর শাস্তি দেওয়া সম্ভব৷ “পুলিশ যদি মনে করে দোষীদের চিহ্নিত করবে তাহলে অনায়াসে তা করতে পারে৷ অনেকটা আমাদের দেশের মতোই৷ যেখানে প্রচুর মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে৷ কিন্ত্ত পুলিশ নিষ্ক্রিয় থাকছে বলেই তারা প্রকৃত দোষীদের চিহ্নিত করতে পারছে না৷” শনিবার ওয়েম্বলিতে ব্রাজিল-ইংল্যান্ড খেলার পর মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে খেলবে ব্রাজিল৷