• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

প্রশিক্ষণে না আসায় নেইমারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্যারিস সেন্ট জারমেন

প্যারিস সেন্ট জারমেন ক্লাবের প্রাক মরশুম ট্রেনিংয়ে সােমবার নেইমার যােগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘােষণা করেছে ক্লাব।

নেইমার (Photo: IANS)

প্যারিস সেন্ট জারমেন ক্লাবের প্রাক মরশুম ট্রেনিংয়ে সােমবার নেইমার যােগ না দেওয়ায় তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘােষণা করেছে ক্লাব।

এক বিবৃতিতে ফ্রান্সের চ্যাম্পিয়ন দলটি জানিয়েছে, সােমবার ৮ জুলাই নেইমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের ক্লাবের সিনিয়র দলের প্রাক মরশুম প্রশিক্ষণের যােগ দেওয়ার কথা ছিল। ক্লাব দেখেছে নেইমার আসেননি আগে থেকে নির্ধারিত সময় এবং স্থানে। তিনি এটা করেছেন, ক্লাবের যথাযথ অনুমতি ছাড়াই। ক্লাব এই পরিস্থিতির জন্য দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

২০১৭ সালের আগস্ট মাসে বিশ্ব রেকর্ড করার ট্রান্সফার মানি ২২২ মিলিয়ন ইউরাে অথবা ২৫২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে নেইমার বার্সিলােনা ছেড়ে প্যারিস সেন্ট জারমেনে যােগ দিয়েছিলেন। কিন্তু এবছর গ্রীষ্মকালে বিস্ময়করভাবে তিনি আবার বার্সিলােনাতে ফিরে যাবার তােড়জোড় করছেন।

গত সপ্তাহে বার্সিলােনা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট জোর্ডি কার্ডোনের এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, বর্তমান সময়ে যেটা ঠিক, যেটা আমি পড়েছি, যেটা আমি শুনেছি, সবই ঠিক মনে হচ্ছে, নেইমার আবার বার্সিলােনায় ফিরে আসতে চান।

মিডিয়া রিপাের্ট অনুযায়ী ইঙ্গিত মিলেছে প্যারিস সেন্ট জারমেন এবং বার্সিলােনার মধ্যে চুক্তি সম্পূর্ণ হলে নেইমার তাঁর প্রাক্তন ক্লাবে অনায়াসে ফিরে যাবেন।