নিজস্ব প্রতিনিধি– অলিম্পিকের ফুটবলে সহজ গ্রুপে পড়ল দুবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও গত বিশ্বকাপে রানার্স দল ফ্রান্স৷ বি গ্রুপে পডে়ছে আর্জেন্টিনা৷ সেই গ্রুপে বাকি তিনটে দল হল মরক্কো, ইউক্রেন ও এএফসি থেকে যোগ্যতানির্নয়ক ম্যাচ থেকে উঠে আসা একটা দল৷ এ গ্রুপে ফ্রান্সকে খেলতে হবে নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি-সিএএফের মধ্যে প্লে-অফ খেলে আসা দলের সঙ্গে৷ তবে অলিম্পিকে ফুটবলের জৌলুস অনেকটা ফিকে হয়ে গিয়েছে৷ যেহেতু ব্রাজিল আসছে না৷ আসলে তারা যোগ্যতা নির্নয়কারী খেলায় উঠে আসতে পারেনি৷ আর্জেন্টিনার সঙ্গে শেষ খেলায় তারা হেরে বসেছিল৷ তাই ফেবারিট হিসেবে ধরা হচ্ছে আর্জেন্টিনাকে৷ অথচ ব্রাজিলের এবার লক্ষ্য ছিল সোনা জিতে হ্যাটট্রিক করা৷
২০০৪ ও ২০০৮ অলিম্পিকে সোনা জিতে ছিল আর্জেন্টিনা৷ তারপর থেকে সোনা পায়নি৷ এবার সোনা জেতার জন্য মেসিকে খেলাতে মরিয়া হয়ে উঠেছে সংশ্লিষ্ট দেশের ফেডারেশন৷ যদি মেসি খেলেন তাহলে এটাই হবে তাঁর শেষ অলিম্পিক৷ নাহলে চার বছর পর তাঁর বয়স গিয়ে দাঁড়াবে ৪০৷ অলিম্পিকের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের এখানে খেলানোর নিয়ম৷ তবে কোচ চাইলে তিনজন সিনিয়রকে দলে নিতে পারেন৷ সেই পরিপ্রেক্ষিতে মেসিকে দলে খুব আন্তরিকভাবে চাইছেন অলিম্পিক দলের কোচ জাভিয়ের মাচেরানো৷ এক সময় মাচেরানো ছিলেন মেসির সতীর্থ৷ তাই তিনি প্রকাশ্যে জোর না করলেও মেসির সঙ্গে গাঢ় সম্পর্কের সূত্রে আর্জেন্টাইনদের বিশ্বাস নিশ্চয় মেসি মাচেরানোর অনুরোধ ফেরাতে পারবেন না৷
তবে মাচেরানো জানিয়ে দিয়েছেন, মেসি খেলবে কী খেলবে না তা সম্পূর্ন ওর ওপর ছেডে় রাখতে চাই৷ এদিকে ফ্রান্স সহজ গ্রুপে পড়লেও প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরি জানিয়েছেন, কোনও কিছুই সহজলভ্য নয়৷ সেখানেও দলের তারকা কিলিয়ান এমবাপেকে নিয়ে এখনও ছবি পরিষ্কার নয়৷ তবে এমবাপের খেলার সম্ভাবনা খুব বেশি৷ সমস্যা এখন একটা জায়গায়, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন শেষ করে অলিম্পিকে খেলা অনেক টাফ হয়ে যাবে৷ বেশি সময় পাবেন না দলের সঙ্গে প্র্যাকটিশ করতে৷ ১৪ জুন থেকে ১৪ জুলাই চলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের খেলা৷ অথচ প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট শুরু হবে ২৪ জুলাই৷ অলিম্পিক উদ্বোধন অনুষ্ঠান হওয়ার দু-দিন আগে৷ অলিম্পিকে খেলার জন্য ফিফা অবশ্য ক্লাবগুলোকে চাপ দেয় না৷
যদি কেউ ছাড়তে না চায় তাহলে ফিফা সেটা মেনে নেয়৷ সেই সূত্রে ধরা যায় এমবাপের পক্ষে অলিম্পিকে যোগ দেওয়া প্রায় অসম্ভব৷ ঘরের মাঠে যেহেতু খেলা তাই এমবাপেকে খেলানো নিয়ে চাপ সৃষ্টি হতে পারে৷ স্পেন গতবার অলিম্পিক থেকে রুপো পেয়েছিল৷ তারা এবার গ্রুপে পেয়েছে মিশর , ডমিনিকান প্রজাতন্ত্র ও কোয়ালিফাই করে আসা দল৷ ডি গ্রুপে প্যারাগুয়ের প্রতিপক্ষরা হল-মালি, ইজরায়েল ও যোগ্যতা নির্ধারণকারী দল৷ প্রতিটি গ্রুপ থেকে দুটি দল যাবে কোয়ার্টার ফাইনালে৷
কাতার বিশ্বকাপ ফাইনালের পর দুই তারকা মিলিত হয়েছিলেন৷ প্যারিস অলিম্পিকে কি একই ছবি দেখা যাবে!