• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শনিবার ইডেনে প্যাট কামিন্স বনাম মিচেল স্টার্কের লড়াই

নিজস্ব প্রতিনিধি— একই দলের দুই দাপুটে ক্রিকেটার৷ অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক৷ বিশ্বকাপজয়ী প্যাট কমিন্স এবারে আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক৷ আর অন্যদিকে কেকেআর দলের হয়ে চ্যলেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য দাপুটে ক্রিকেটার মিচেল স্টার্ক৷ প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ আর অন্যদিকে মিচেল স্টার্ককে কলকাতা নাইটরাইডার্স কিনে নিয়েছে

নিজস্ব প্রতিনিধি— একই দলের দুই দাপুটে ক্রিকেটার৷ অস্ট্রেলিয়া দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স আর মিচেল স্টার্ক৷ বিশ্বকাপজয়ী প্যাট কমিন্স এবারে আইপিএল ক্রিকেটে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক৷ আর অন্যদিকে কেকেআর দলের হয়ে চ্যলেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য দাপুটে ক্রিকেটার মিচেল স্টার্ক৷ প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লক্ষ টাকায় কিনেছে হায়দরাবাদ আর অন্যদিকে মিচেল স্টার্ককে কলকাতা নাইটরাইডার্স কিনে নিয়েছে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায়৷ এবারের আইপিএল ক্রিকেটে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মিচেল স্টার্ক৷

আগামীকাল শনিবার ইডেন উদ্যানে প্যাট কামিন্সের মুখোমুখি মিচেল স্টার্ক৷ দুই ক্রিকেটারের কাছে মর্যাদার লড়াই ইডেনের অভিযানে৷ অবশ্য কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলে গেছেন প্যাট কামিন্স৷ সেই কারণে কামিন্স ভালো করে চেনেন কেকেআরের আন্দ্রে রাসেল ও সুনীল নারাইনদের৷ ঘরের মাঠে খেলবে কেকেআর৷ অবশ্যই কঠিন লড়াই৷ এমনই কথা বলেছেন প্যাট কামিন্স৷ কেকেআরের সমর্থক অবশ্যই ভিড় করবেন গ্যালারিতে৷ তাঁদের চিৎকার আমাদের কানে আসবে৷ সেই চিৎকারেই হয়তো উৎসাহিত হবেন মিচেল স্টার্করা৷ কিন্ত্ত মনে রাখতে হবে, এটা স্নায়ুর যুদ্ধ৷ এমনই ধারণা দিয়ে প্যাট কামিন্স আরও বলেছেন, নিজেদের প্রতি আত্মবিশ্বাস রাখতে হয় যে কোনও যুদ্ধে৷ তার জন্য প্রস্ত্ততিও নিতে হয় কীভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়৷ সেই কারণেই প্যাট কামিন্সরা প্রথম ম্যাচ থেকে পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চাইছেন৷ প্রথম থেকেই যদি জয়ের জন্য ঝাঁপানো যায়, তাহলে প্রতিপক্ষ দল বেশ চাপে পড়ে যাবে৷ আগ্রাসী ভূমিকা নিয়ে খেলতে হবে৷ সেই পরামর্শই দিয়েছেন প্যাট কামিন্স৷

এদিকে উল্লেখ করা যেতে পারে, নতুন দলের দায়িত্ব নিয়ে অল্প দিনের মধ্যেই সবার সঙ্গে মানিয়ে নিয়েছেন কামিন্স৷ সবচেয়ে বড় কথা, দলের মধ্যে যদি সমন্বয় থাকে, তাহলে যত কঠিন লড়াই হোক না কেন, তা প্রতিরোধও করা যায়৷ বিপক্ষ দলকে অবশ্য সমীহ করেই খেলতে হবে৷ তারাও চাইবে, সেরা খেলা উপহার দিয়ে বিপক্ষ দলকে চিন্তায় ফেলতে৷ যদি পরিকল্পনামাফিক খেলতে পারা যায়, তাহলে জয়ের পথটা অনেকটাই সহজ হয়ে যাবে৷

এদিকে, হায়দরাবাদ দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার রয়েছেন, তা নিয়ে অবশ্যই ভাবতে হবে কলকাতাকে৷ রয়েছেন আইডেন মার্করাম ও ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা৷ তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন অভিষেক শর্মা ও উমরান মালিক৷ অভিজ্ঞতা ও তারুণ্য মিশিয়ে একটি শক্তিশালী দল করার চেষ্টায় প্যাট কামিন্স বড় ভূমিকা নেবেন, তা নতুন করে বলার প্রয়োজন হয় না৷