ডাবলিন, ২১ মার্চ – পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী লিও ভারাদকর। বুধবার তিনি নিজেই ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরই গোটা দেশজুড়ে আলোড়ন শুরু হয়। কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে গুঞ্জন ওঠে। যার উত্তরে ভারাদকর জানান, প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার যোগ্যতা তাঁর আর নেই। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার ব্যক্তিগত ও রাজনৈতিক কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ ও তাঁর দল ফাইন গেইলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা করেন ভারাদকর।
২০১৭ সালে ৩৮ বছর বয়সে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত ভারাদকর। সেই সময় তিনিই ছিলেন বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। মাত্র ২২ বছর বয়সেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন চিকিৎসক ভারাদকর। ২৭ বছর বয়সে সাংসদ নির্বাচিত হন। ভারাদকরের বাবা অশোক ভারাদকর জন্মসূত্রে ভারতীয়। তাই মহারাষ্ট্রের গ্রামের বাড়িতে তাঁর যাতায়াত ছিল। এমনকী মুম্বইয়ের কেইএম হাসপাতাল থেকে ইন্টার্নশিপও করেন তিনি। তাঁর ইস্তফার পর আয়ারল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী কে হন সেটাই এখন দেখার