নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৮ মার্চ– বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব জানান, ‘গরু চুরির টাকা নিয়ে সিনেমা বানানোর প্রয়োজন আমার পড়ে না৷ নিজের পকেটের টাকা দিয়ে মানুষের উপকার করেছি৷ পাশে থেকেছি৷ তিনি জানান, যেদিন দল তাঁকে প্রার্থী হতে অনুরোধ করল পরদিনই ইডি ডেকে পাঠাল৷ ইডির ডাকে সাড়া দিয়ে হাসতে হাসতে গিয়েছেন, হাসতে হাসতে বেরিয়ে এসেছেন৷
দাসপুর-১ ও ২ ব্লকের বেশিরভাগ মানুষ সোনার কাজে যুক্ত৷ অনেকেই ভিন রাজ্যে থাকেন৷ কোভিডের সময় তিনি যে এসি রুমে বসে থাকেননি সেকথা জানিয়ে বলেন, যাঁরা চেন্নাই, আমেদাবাদ, মুম্বাইয়ে আটকে ছিলেন পকেটের টাকা খরচ করে ফিরিয়ে এনেছেন৷ অক্সিজেন পাচ্ছেন না, হাসপাতালে শয্যা পাচ্ছেন না, ওষুধ পাচ্ছেন না সাংসদ এলাকায় যাঁরা এসব নিয়ে তাঁর সাহায্য চেয়েছেন তাঁদের সেসবের ব্যবস্থা তিনি করেছেন৷ দাসপুরে ‘গোল্ড হাব’ গড়ে তোলার কাজ শুরু হয়ে গেছে৷ এখানকার যুবকদের আর ভিন রাজ্যে যেতে হবে না৷
সোমবার দাসপুরের জোতঘনশ্যাম, সোনাখালী এলাকায় গিয়ে ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব প্রচার করেন৷ এছাড়াও দাসপুর-১ ব্লকের মিলন মঞ্চে তিনি সভা করে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার করেন৷ সেই সঙ্গে তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ নিয়ে আমি লোকসভায় বারবার উত্থাপন করেছি, কিন্ত্ত কেন্দ্র ঘাটাল মাস্টারপ্ল্যান রূপায়ন করতে কোনও টাকা দেয়নি৷ সোমবারের সভায় ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব সহ উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাইত, দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া সহ অন্যান্যরা৷