মুম্বই– চার মরশুম ধরে কঠিন পরিশ্রমের পর, অবশেষে এল সাফল্য৷ ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকীয় মেজাজে টেস্ট অভিষেক ঘটিয়েছেন সরফরাজ খান৷ ১৫ ফেব্রুয়ারির সকালটা কোনওদিন ভুলতে পারবেন না টিম ইন্ডিয়ার মারকুটে ব্যাটার৷ কারণ রাজকোট ম্যাচের সকালেই যে অনিল কুম্বলের হাতে পেয়েছিলেন টেস্ট ক্যাপ৷ এর পর বাকিটা ইতিহাস৷
অনেক বছর অপেক্ষা করলেও, খুব কম সময়ের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে পেয়েছেন সাফল্য৷ রাজকীয় মেজাজে টেস্ট অভিষেক ঘটানোর পর রোহিত শর্মার প্রতি কৃতজ্ঞতা জানালেন ২৬ বছরের মুম্বইকর৷ সম্প্রতি একটি অনুষ্ঠানে এসেছিলেন সরফরাজ৷ সেখানে দলের অধিনায়ককে নিয়ে প্রশ্ন করা হলে সরফরাজ বলেন, “এমনিতে দলের সবার সঙ্গেই আগে থেকে পরিচয় রয়েছে৷ অনেকের সঙ্গেই অতীতে ভারত এ দলের হয়ে খেলেছি৷ ড্রেসিংরুমে সময় কাটিয়েছি৷ তবে এই প্রথমবার রোহিত ভাইয়ের সঙ্গে ড্রেসিংরুমে থাকার সুযোগ পেলাম৷ এবং দারুণ মজা পেয়েছি৷