• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মু্ম্বই ইন্ডিয়ান্স শঙ্কায় সূর্ষকুমার, মধুশঙ্কাকে নিয়ে

মুম্বই– মুম্বই ইন্ডিয়ান্স শিবির বুঝতে পারছে না কোন ম্যাচ থেকে সেরা একাদশ নিয়ে তারা মাঠে নামতে পারবে! দলের কোচ মার্ক বাউচার এক সাংবাদিক সন্মেলনে সোমবার বলছিলেন, আমরা এখনও ধাঁধায় আছি৷ বুঝতে পারছি না কবে থেকে সেরা একাদশ নিয়ে আমরা মাঠে নামতে পারব৷ চোট আঘাত নিয়ে জেরবার অবস্থা৷ সূর্ষকুমার যাদব ও মধুশঙ্কার উপর দল ভরসা করে

মুম্বই– মুম্বই ইন্ডিয়ান্স শিবির বুঝতে পারছে না কোন ম্যাচ থেকে সেরা একাদশ নিয়ে তারা মাঠে নামতে পারবে! দলের কোচ মার্ক বাউচার এক সাংবাদিক সন্মেলনে সোমবার বলছিলেন, আমরা এখনও ধাঁধায় আছি৷ বুঝতে পারছি না কবে থেকে সেরা একাদশ নিয়ে আমরা মাঠে নামতে পারব৷ চোট আঘাত নিয়ে জেরবার অবস্থা৷ সূর্ষকুমার যাদব ও মধুশঙ্কার উপর দল ভরসা করে আছে৷ কিন্ত্ত এখনও আমরা ওদের ফিটনেস সার্টিফিকেট হাতে পাইনি৷ তাই ওদের বাইরে রেখে প্রথম ম্যাচের দল নিয়ে ভাবতে হচ্ছে৷ জানি না ফিট সার্টিফিকেট কবে পাব৷

অনেকদিন মাঠের বাইরে আছেন সূর্ষকুমার যাদব৷ প্রায় তিন মাস আগে চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছে সূর্ষকুমার৷ তারপর অস্ত্রোপচার হওয়ার পর এখনও রিহ্যাব পর্ব শেষ হয়নি৷ এনসিএ-তে সূর্ষের রিহ্যাব চলছে৷ তবে একটি ছবি মুম্বই শিবিরকে স্বস্তি দিয়েছে৷ নেটে ব্যাট করছেন সূর্ষ৷ এটা দেখে দলের কোচ ও অধিনায়ক মনে করছেন দুটি বা তিনটি ম্যাচের পর হয়তো সূর্ষকে পাওয়া যাবে৷ মধুশঙ্কাকে নিয়েও এক অবস্থা৷ তবে তাঁকে নিয়ে তিনটি ম্যাচের আগে ভাল খবর মিলবে বলে কেউ আশা করতে পারছেন না৷

মুম্বই শিবিরের মতে তাদের হাতে সেরা ডাক্তারদের একটা দল আছে৷ দুই ক্রিকেটার তাদের হাতে এলে আরও তাড়াতাডি় ফিট হয়ে ওরা মাঠে নামতে পারবে৷ মধুশঙ্কাকে তারাই দেখছেন৷ কিন্ত্ত সূর্ষের ক্ষেত্রে ব্যাপারটি আলাদা৷ কারন এনসিএ রিপোর্ট হাতে পাওয়ার পর বোর্ড সেই ক্রিকেটারের ফিট সার্টিফিকেট দেবে৷ তারপর সেই ক্রিকেটারকে নিয়ে টিম ম্যানেজমেন্ট আলাদাভাবে ভাবতে পারবে৷ তার আগে নয়৷

এ সব নিয়ে অস্বস্তিতে মুম্বই৷ কারন প্রথম দুটি বা তিনটি ম্যাচ হাতছাড়া হয়ে গেলে মুশকিল৷ শুরু থেকে দলটি ছন্দে থাকলে পরের দিকের ম্যাচ নিয়ে চিন্তায় থাকতে হয় না৷ কিন্ত্ত দুই ক্রিকেটারকে নিয়ে সেটাই বা হচ্ছে কোথায়৷ তাই বাউচারকে এ নিয়ে ভাবতে হচ্ছে৷ চোট পাওয়ার আগে সূর্ষ টি২০ ক্রিকেটে একনম্বর জায়গায় ছিলেন৷ মিডলঅর্ডারে তিনি খেলে দিলে মুম্বইকে ভাল জায়গায় দেখতে পাওয়া যাবে৷ আর সেটা না হলে চিন্তা বাড়বে৷ আর ফিট সার্টিফিকেট হাতে পেয়ে সূর্ষ যে মাঠে নেমে দারুন পারফরম্যান্স করতে পারবেন, তারই বা গ্যারান্টি কোথায়৷ এতদিন মাঠের বাইরে ছিলেন৷ তাই ফিরে এসে নিজেকে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে৷ তিনি কি তা পারবেন৷ তাই দলের প্রথম একাদশ নিয়ে অস্বস্তিতে মুম্বই ইন্ডিয়ান্স৷