• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্য মন্ত্রিসভার দুই প্রাক্তন সদস্য সৌমেন এবং রাজীবকে সামনে রেখে তমলুকের নির্বাচন কমিটি গঠন করল তৃণমূল

নিজস্ব প্রতিনিধি— তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য৷ তাঁকে জয়ী করার জন্য রাজ্যের শাসক দলের তৎপরতা ক্রমশ বাড়ছে৷ তমলুক সাংগঠনিক জেলাকে নির্বাচনে শক্তিশালী করতে এই জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ড. সৌমেন মহাপাত্রকে সামনে রেখে নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ সোমবার তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নির্বাচন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি— তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য৷ তাঁকে জয়ী করার জন্য রাজ্যের শাসক দলের তৎপরতা ক্রমশ বাড়ছে৷ তমলুক সাংগঠনিক জেলাকে নির্বাচনে শক্তিশালী করতে এই জেলার প্রাক্তন সভাপতি তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য ড. সৌমেন মহাপাত্রকে সামনে রেখে নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস৷ সোমবার তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে নির্বাচন কমিটি ঘোষণা করা হয়৷ এই নির্বাচনী কোর কমিটির পর্যবেক্ষক করা হয়েছে রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়কে৷ চেয়ারপার্সন করা হয়েছে তমলুক বিধানসভার বিধায়ক ড. সৌমেন মাহাপাত্র৷ আহ্বায়ক পদে থাকছেন রাজ্য মন্ত্রিসভার সদস্য পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরি, মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী, নন্দকুমারের বিধায়ক সুকুমার দে৷ সহ আহ্বায়ক করা হয়েছে চিত্তরঞ্জন মাইতিকে৷ এছাড়া তমলুক সাংগঠনিক জেলার সভাপতি অসিত ব্যানার্জিকে এই নির্বাচন কমিটির সভাপতি করা হয়েছে৷

এছাড়া এক্সিকিউটিভ সদস্য হিসেবে থাকছেন হলদিয়া উন্নয়নপর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর, শিবানী দে, আসগর আলি, চন্দন দে, এছাড়া তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়, পাঁশকুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নন্দ মিশ্র প্রমুখ৷ সংখ্যালঘু সেলের সভাপতি এবং এসসি এবং ওবিসি সেলের সভাপতিরা থাকছেন সদস্য হিসেবে৷ ছাত্র পরিষদের সভাপতি প্রসেনজিৎ দে, তিনিও এই কমিটির সদস্য৷ এছাড়া হলদিয়া উন্নয়নপর্ষদের ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সব সদস্য, ব্লক এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সভাধিপতিদেরও কমিটিতে রাখা হয়েছে৷ এর পাশাপাশি, শহরের সব সভাপতি এবং প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদদেরও সামনে রেখে নির্বাচনী গঠন করল তৃণমূল৷