• facebook
  • twitter
Friday, 22 November, 2024

বানতলায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

রবিবাসরীয় বিকেলে বানতলায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সন্ধ্যে ছটা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ের কাছে লালকুঠি নামক জায়গায় অবস্থিত একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সারা এলাকা। গুদামে প্লাস্টিক সহ বিভিন্ন অতি দাহ্যবস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু

রবিবাসরীয় বিকেলে বানতলায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সন্ধ্যে ছটা নাগাদ আনন্দপুর থানার অন্তর্গত বাসন্তী হাইওয়ের কাছে লালকুঠি নামক জায়গায় অবস্থিত একটি প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় সারা এলাকা। গুদামে প্লাস্টিক সহ বিভিন্ন অতি দাহ্যবস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত দেন। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের পাঁচটি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকেলে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে আসেন। দেখতে পান কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সারা এলাকা। এরই মাঝখানে দাউদাউ করে জ্বলছে প্লাস্টিকের গুদাম। স্থানীয় বাসিন্দারা আরও জানিয়েছেন, ওই জলন্ত গুদামটি থেকে খুব বেশি দূরত্বে ছিল না তাঁদের বাড়িগুলি। সেই কারণে এলাকার মানুষেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। অবশেষে দমকলের পাঁচটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। প্লাস্টিকের গুদামে কিভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।