নিজস্ব প্রতিনিধি– বৃহস্পতিবার দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ সেই দুর্ঘটনার দু’দিন পর অনেকটাই সুস্থ তিনি৷ রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে৷ আগামিকাল সোমবার তাঁর সেলাই কাটা হতে পারে বলেই জানা যাচ্ছে৷
চিকিৎসকদের তরফে জানা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই ভালো আছেন মমতা৷ মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম৷ অ্যান্টিবায়োটিক চলছে৷ চিকিৎসকদের তরফে জানা গিয়েছে, আগামিকাল সোমবার তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে৷ বর্তমানে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেবেলা কোনওভাবে বাডি়তে পডে় গিয়ে আহত হন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের তরফে সোশাল মিডিয়ায় আহত মমতার ছবি প্রকাশ্যে আনা হয়েছিল৷ দুর্ঘটনার পরপরই তাঁকে নিয়ে আসা হয়েছিল এসএসকেএম হাসপাতালে৷ উডবার্ন ব্লকের সাডে় ১২ নং কেবিনে দ্রুত ভর্তি করিয়ে শুরু হয়েছিল চিকিৎসা৷ রাত সাড়ে ১০ টা নাগাদ চিকিৎসকরা জানান, ক্ষতস্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে৷ কপালে ৩টি ও নাকে একটি স্টিচ পডে়ছে৷ মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হলেও তিনি বাডি়তে থেকেই চিকিৎসা করছিলেন৷