• facebook
  • twitter
Friday, 22 November, 2024

শহর থেকে শান্তিনিকেতন– মেতে উঠবে রঙের উৎসবে

শান্তিনকেতনে বসন্ত আসে প্রকৃতির রং ছড়িয়ে৷ ইঁট, কাঠ, কংক্রিটের এই শহরে প্রকৃতি তেমন করে রং ছড়ায় না৷ তবুও শীতের বিদায়লগ্ন থেকেই বোঝা যাস ‘বসন্ত এসে গেছে’৷ গাছের মাথায় আগুন লাদানো পলাশরে গুচ্ছ, আমের বোলের গন্ধ, দূর থেকে ভেসে আসা কোকিলের একটানা কুহুতান — বলে দেয় বসন্ত জাগ্রত দ্বারে৷ একটা সময় ছিল, যখন বসন্তোৎসবে একচেটিয়া আধিপত্য

শান্তিনকেতনে বসন্ত আসে প্রকৃতির রং ছড়িয়ে৷ ইঁট, কাঠ, কংক্রিটের এই শহরে প্রকৃতি তেমন করে রং ছড়ায় না৷ তবুও শীতের বিদায়লগ্ন থেকেই বোঝা যাস ‘বসন্ত এসে গেছে’৷ গাছের মাথায় আগুন লাদানো পলাশরে গুচ্ছ, আমের বোলের গন্ধ, দূর থেকে ভেসে আসা কোকিলের একটানা কুহুতান — বলে দেয় বসন্ত জাগ্রত দ্বারে৷

একটা সময় ছিল, যখন বসন্তোৎসবে একচেটিয়া আধিপত্য ছিল কেবল শান্তিনিকেতনের৷ সত্যি বলত কী, বসন্তোৎসব আর শান্তিনিকেতন পরস্পরের পরিপূরক ছিল৷ আর শহরজুড়ে যা হত তাতে বসন্তের উৎসব কম, রংখেলাই বেশি হত৷ কিন্ত্ত তারপর আসতে শহরেও বসন্ত তার রংরূপ নিয়ে দেখা দিতে লাগল৷ তাই এবার সারা শহরেও বসন্তোৎসবের আয়োজন হয়েছে৷

তবে এখনও শান্তিনিকেতনের সারা বছরের ঋতু উৎসবের মধ্যে বসন্তোৎসব তার ফুলে, ফলে, গন্ধে, বর্ণে এক অপূর্ব পসরা সাজিয়ে অনন্য স্থান লাভ করেছে৷ এই বিশেষ উপলক্ষ উদযাপনের জন্য ‘পূরবী’ সংস্থাটি প্রতিবারের মতো এবারও আয়োজন করতে চলেছে বসন্ত বন্দনার ‘বসন্তোৎসব সেকাল ও একাল’৷ এই অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্টি সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠানের শতাধিক শিল্পীরা৷ অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্জ্বলন এবং বরেণ্য শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের জন্মশতবর্ষ উপলক্ষে একটি বাংলা ক্যালেল্ডারের আবরণ উন্মোচন৷ সহায়তায় যথাক্রমে কণকিা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্ট এবং পূরবী৷ অংশগ্রহণকারী বিশিষ্টজনেদের মধ্যে উল্লেখযোগ্য সঙ্গীতে মন্দিরা মুখোপাধ্যায়, অর্ণবনাল মুখোপাধ্যায়, ড. সুরজিত রায়, প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা ভট্টাচার্য৷ নৃত্যে শুভাশিস ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, কলাক্ষেমের শিল্পীরা৷ বিশ্বভারতীয় অধ্যাপক ড. সুমিত বসু এবং কনিনীকা নৃত্যমন্দিরের শিল্পীরা পরিচালনায় নন্দিনী বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও আমন্ত্রিত বহু সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠান৷ গ্রন্থনা অশোক মুখোপাধ্যায়৷ সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও পরিকল্পনা করবেন মন্দিরা মুখোপাধ্যায়৷ অনুষ্ঠানটি আগামী তিরিশ মার্চ শান্তিনিকেতনের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হবে৷

অন্যদিকে ভারতীয় জাদুঘর এবং দীক্ষামঞ্জরী -এর যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে তেইশ মার্চ জাদুঘর প্রাঙ্গনে, সন্ধে ছ’টায়৷ নৃত্য পরিচালনায় ডোনা গাঙ্গুলি৷ শাস্ত্রীয় সঙ্গীত, বাংলা এবং হিন্দি লোকপ্রিয় গানে রঙের উৎসব উদযাপন করা হবে৷

আগামী চব্বিশ মার্চ সুলগ্না আকাদেমি ট্রাস্ট আয়োজন করেছে বসন্ত উৎসব মিনিষ্ট্রি অফ কালচারের সহযোগিতায় রাঙিয়ে দিয়ে যাও-এর পঞ্চম সংস্করণ৷ হাওড়া শিবপুরের নেতাজি সঙ্ঘ ক্লাব সংলগ্ন মাঠে বিকেল পাঁচটা থেকে৷ জয়দেবের গীতগোবিন্দ আধারিত নৃত্য গীতি আলেখ্য পরিবেশন করবেন সুলগ্না আকাদেমি ট্রাস্টের ছাত্র-ছাত্রীরা৷ পরে নৃত্য পরিবেশন করবেনে, অন্যান্য বিশিষ্ট শিল্পীরা৷ প্রকাশ পাবেন ই-ম্যাগাজিন৷ সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় সুলগ্না রায় ভট্টাচার্য৷