‘ভারতে মহিলাদের উত্যক্ত করা যায়,পুরুষদের যে কেউ উক্ত করতে পারেন,সেই ভাবনা কারাের মনে আসে না।’
হৃত্বিক রােশনের সঙ্গে কঙ্কনা রানাওয়াতের সম্পর্কে তিক্ততা অনেক দিন আগেই প্রকাশ্যে এসেছে।কঙ্গনাকে কটাক্ষ করতে গিয়ে মহিলাদের উত্যক্ত করার একচেটিয়া অধিকার পুরুষদেরই যে আছে তা স্বীকার করে নিলেন বলিউডের অ্যাংরি হিরাে হৃত্বিক রােশন।
হত্বিক রােশনের আগামী ছবি ‘ সুপার ৩০’ প্রমােশনে কঙ্কনা ছাড়াও মুখ খুললেন নতুন ছবিকে নিয়ে তৈরি হওয়া বিতর্ক নিয়ে নাম না করে প্রমােশনে এসে কঙ্গনা রানাওয়াতকে উদ্দেশ্য করে হৃত্বিক জানিয়েছেন, আক্রমণকে নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য দিয়ে সামলানাে উচিত।তার সঙ্গে জড়িয়ে গেলে চলবে না।এটা আমি বুঝেছি। আইনের রাস্তায় গেলে আবার আক্রমণের মুখে পড়ব।দুটি ফিল্মের সংঘর্ষের মাঝে যদি নিজের প্রি-ডিজাইনড ফিল্মকে সরিয়ে নিই,তাহলে আবার আমি দুঃখী, দুর্বলের তালিকায় চলে যাব।এইসব নিয়ে চিন্তা না করাই উচিত ’।
হৃত্বিক রােশনের বিরুদ্ধে হেনস্থার অভিযােগ এনেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।সেই ঘটনার উল্লেখ করে হৃত্বিক বলেন, “কিছু মানুষ এই সার্কাসকে সমর্থন করছেন ৬ বছর ধরে।ওই মহিলার বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করিনি তার একটাই কারণ ভারতের কোনও পুরুষকে কেউ উত্যক্ত করতে পারে না’ ।