বেঙ্গালুরু– রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন প্রায় নয় বছর আগে৷ সেই ২০১৫ সালে৷ তারপর ২০১৮ সালে নাইট রাইডার্সের হয়ে খেলার কথা থাকলেও তা আর হয়ে ওঠেনি৷ তারপর আইপিএলে আলোচনার বাইরে ছিলেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক৷ এবারের আইপিএলের অকশনে ইতিহাস গডে় ২৪.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছে নাইট রাইডার্স৷ দলের প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে স্টার্ক বলেছেন, আইপিএল বিশ্বের সেরা টি২০ লিগ৷ এই টুর্নামেন্টে খেলার জন্য মুখিয়ে আছি৷ এটা অনেকটা সার্কাসের মতো৷ এখানে এমন কিছু ক্রিকেটারের সঙ্গে দেখা হবে, যাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলি৷ আবার অনেকে নতুন এসেছে৷ আমি দীর্ঘদিন পর এই টুর্নামেন্টে খেলব বলে তাদের সঙ্গে আগে আলাপ হয়নি৷ এবার হবে৷
স্টার্ককে ঘিরে নাইটরা নতুন করে স্বপ্ন দেখছে৷ দলের মেন্টর গৌতম গম্ভীর তো বলেই দিয়েছেন অস্ট্রেলিয়ার হয়ে যেভাবে বল করে, তেমনটা করলেই আমাদের কাজ হয়ে হবে৷ স্টার্কও এবারের টুর্নামেন্টকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন৷ বলছেন, আমি খুবই উত্তেজিত৷ আমার কাছে এবারের আইপিএল একটা নতুন চ্যালেঞ্জ৷ খুব মজা হবে৷ আট বছর আগে আমি প্রথমবার এই টুর্নামেন্টে খেলি৷ তিনবছর পর আবার খেলার কথা ছিল৷ অবাক করার মতো ব্যাপার হল এটাই যে তখন এই কেকেআরের হয়ে খেলার কথা হয়েছিল৷ কিন্ত্ত শেষপর্ষন্ত সেটা আর হয়ে ওঠেনি৷ আবার সেখানেই ফিরছি৷ সেই জার্সিতে মাঠে নামব৷ চেষ্টা করব দলকে সাফল্য এনে দিতে৷