• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রাজ্য শ্রমিক কনভেনশনে মোদি হঠাও, শ্রমিক বাঁচাও-এর ডাক

রথীন পালচৌধুরী: শনিবার কলকাতা মৌলালি যুবকেন্দ্রে রাজ্য শ্রমিক কনভেনশনে আওয়াজ উঠল দেশ বাঁচাতে, সংবিধান রক্ষা করতে মোদি হটাও দেশ বাঁচাও শ্রমিক বাঁচাও৷ এদিন কনভেনশনে প্রস্তাবনায় বলা হয় দেশের সংবিধানে শ্রম বিষয়টি রাজ্য ও কেন্দ্রের যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও মোদি সরকার রাজ্যগুলোর সাথে কোনও পরামর্শ ছাড়াই কোভিডের সময় সংসদে অধিবেশন না ডেকে নয়া শ্রম আইন চালু

রথীন পালচৌধুরী: শনিবার কলকাতা মৌলালি যুবকেন্দ্রে রাজ্য শ্রমিক কনভেনশনে আওয়াজ উঠল দেশ বাঁচাতে, সংবিধান রক্ষা করতে মোদি হটাও দেশ বাঁচাও শ্রমিক বাঁচাও৷ এদিন কনভেনশনে প্রস্তাবনায় বলা হয় দেশের সংবিধানে শ্রম বিষয়টি রাজ্য ও কেন্দ্রের যুগ্ম তালিকায় থাকা সত্ত্বেও মোদি সরকার রাজ্যগুলোর সাথে কোনও পরামর্শ ছাড়াই কোভিডের সময় সংসদে অধিবেশন না ডেকে নয়া শ্রম আইন চালু করল৷ দুশো বছরের পুরনো প্রতিরক্ষা শিল্পকে বেসরকারিকরণ, তার লক্ষ্য কর্পোরেশন তৈরি এবং শ্রমিকদের ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়নের অধিকারকে কেড়ে নিতে চাইছে৷ ২০২৫-এ আরএসএসের শতবর্ষে হিন্দু রাষ্ট্র তৈরির যে লক্ষ্যকে সামলে নিয়ে মোদি আবার নিয়ে আসতে চাইছে তা সফল হলেও দেশের সংখ্যালঘুরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হবেন৷

ক্যা (সিএএ)র নামে সাম্প্রদায়িক তাস খেলে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার যে সংবিধান বিরোধী পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে শ্রমিক শ্রেণির লড়াই জারির আহ্বান রাখা হয় এদিন৷ এদিকে আজ উপচে পড়া এই শ্রমিক কনভেনশনে বক্তব্য রাখেন এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক বাসুদেব বসু, সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, রন্ধনকর্মী ইউনিয়নের নেত্রী জয়শ্রী দাস প্রমুখ৷ শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোডের বিরুদ্ধে বলেন, অতনু চক্রবর্তী৷ চটশিল্পের সমস্যা নিয়ে আলোচনা করেন নবেন্দু দাশগুপ্ত. রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বিলগ্নীকরণের বিরুদ্ধে বলেন গান সেল ফ্যাক্টরির ওয়ার্কার্স ইউনিয়নের নেতা জয়দেব দে৷