• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

মর্নিং ওয়াক দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক : অভিষেক

নিজস্ব প্রতিনিধি— বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা৷ বাংলার ৪২টি লোকসভা আসনের প্রচার শুরু করেছে জোড়াফুল৷ শনিবার দুপুর ৪ টেয় বেলদা স্টেডিয়ামে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়েই মূলত প্রচারে নামলেন তৃণমূল যুবরাজ৷ এই সভা থেকেই এবার নিশানা করলেন দিলীপ ঘোষকে৷ ‘মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে

নিজস্ব প্রতিনিধি— বেজে গিয়েছে নির্বাচনের ঘন্টা৷ বাংলার ৪২টি লোকসভা আসনের প্রচার শুরু করেছে জোড়াফুল৷ শনিবার দুপুর ৪ টেয় বেলদা স্টেডিয়ামে সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার হয়েই মূলত প্রচারে নামলেন তৃণমূল যুবরাজ৷ এই সভা থেকেই এবার নিশানা করলেন দিলীপ ঘোষকে৷ ‘মর্নিং ওয়াক করা দাদা পার্কে থাক, বাংলার মেয়ে দিল্লি যাক!’ কটাক্ষের সুর দিলীপ ঘোষের প্রতি৷

এক্ষেত্রে উল্লেখ্য, ওই লোকসভা কেন্দ্রে ২০১৯ সালে সাংসদ হন বিজেপির দিলীপ ঘোষ৷ এবার সেখানে তৃণমূল প্রার্থী করেছে বিধায়ক জুন মালিয়াকে৷ তাই জুন মালিয়ার হয়েই পশ্চিম মেদিনীপুরের ময়দানে যুবরাজ৷ প্রত্যেক সভা থেকেই কেন্দ্রকে কটাক্ষের তীর ছুঁড়েছেন অভিষেক৷ ফের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন গেরুয়া শিবিরকে৷ মোদির গ্যারান্টি যে আসলে মিথ্যে তার প্রমাণ হিসেবে অভিষেক দেখিয়েছেন একটি ভিডিও৷ অভিষেক ময়নাগুড়ির সভায় সরাসরি চ্যালেঞ্জ করেছিলেন বিজেপি নেতৃত্বকে আসার জন্য, তর্ক সভার আয়োজন করেছিলেন কিন্ত্ত আসেননি বিজেপি নেতৃত্বরা৷ এখানেই চুপ করে যাননি যুবরাজ৷ বকেয়া ইসু্যকে কেন্দ্র করে তোপ দেগেছেন কেন্দ্রের বিরুদ্ধে, প্রমান হিসেবে প্রকাশ্যে এনেছে একাধিক তথ্য৷

বিজেপিকে ‘পাতাখোর’ বলে আক্রমণ যুবরাজের৷ যা নিয়ে ইতিমধ্যেই বিতর্কের দানা বেঁধেছে৷ তাঁর কথায়, ‘যত চোর, চিটিংবাজ, পাতাখোররাই বিজেপি করে৷ এরা সব সিপিএমের প্রোডাক্ট৷ মদের বোতলটা নতুন৷ মদ পুরনো৷’ ছেড়ে দেননি সিপিএমকেও৷ বলেছেন, ‘২০১১ সালে মা-মাটি-মানুষের সরকার তৈরি হয়েছে৷ তার আগে মেদিনীপুরের মানুষ সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন৷ আত্মবলিদান দিয়েছেন৷’

বাংলার মা, বোন তথা সকল মহিলাদের অভিষেক জানিয়েছেন তাঁর বিনম্র প্রণাম৷ এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মায়েরা যাঁরা বাডি়র কাজকর্ম ছেডে় আমাদের সভায় এসেছেন, তাঁদের প্রণাম৷ মাতৃশক্তি না-জাগলে এ পৃথিবী জাগে না৷’ মুখ্যমন্ত্রী তথা গোটা নারীসমাজের প্রতি ঢাল হয়ে অভিষেক বলেন, দিলীপ ঘোষ বহুবার নারীদের অসম্মানজনক কথা বলেছেন৷ এমনকি মুখ্যমন্ত্রীকে নিয়েও অসম্মানজনক মন্তব্য করেছেন৷ এর প্রতিবাদ জানাবে বাংলার নারীরাই৷ এরপর পাঁচের পৃষ্ঠায়