হায়দরাবাদ, ১৬ মার্চ– শুক্রবার তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কে কবিতাকে গ্রেফতার করে ইডি৷ দিল্লি আবগারি দূর্নীতি মামলায় তার বাড়িতে এদিন হানা দেয় ইডি৷ তারপর নাটকীয়ভাবে প্রায় মধ্যরাতে তাঁকে দিল্লিতে উডি়য়ে আনা হয়৷ এদিন সকালে ইডি দফতরে ডাক্তারদের এনে মেডিক্যাল পরীক্ষার করানোর পর দুপুরে আদালতে পেশ করা হয় কবিতাকে৷ গ্রেফতারির পরদিন শনিবার দিল্লির আদালতে পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এদিন আদালতের পথে ভারত রাষ্ট্র সমিতির নেত্রী এবং বিধান পরিষদীয় সদস্য কবিতা তাঁর গ্রেফতারিকে বেআইনি বলে দাবি করেন৷ ধৃত নেত্রীর আইনিজীবী জানিয়েছে, এই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হওয়ার কথাও ভাবা হচ্ছে৷
দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ঢোকার আগে কে কবিতা বলেন, এই গ্রেফতার সম্পূর্ণ বেআইনি৷ আমি লড়াই চালিয়ে যাব৷ সূত্রে জানা গিয়েছে, ইডি তাঁকে ১০ দিনের হেফাজতে চাইতে পারে৷ উল্লেখ্য, বর্তমানে প্রত্যাহার করে নেওয়া দিল্লির আবগারি আইন প্রয়োগের সময় ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে৷ এই মামলায় দক্ষিণ লবির অভিযুক্তদের শিরোনামে রয়েছেন কে কবিতা৷