• facebook
  • twitter
Thursday, 26 December, 2024

খড়গপুরে আন্তঃরাজ্য বিশ্ববিদ্যালয় ক্রিকেট

নিজস্ব প্রতিনিধি— গত চারদিন ব্যাপী সিএবি আয়োজিত আন্তঃরাজ্য বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় খড়গপুরের সেরসা স্টেডিয়ামে৷ ফাইনালে মুখোমুখি হয়েছিল রবীন্দ্রভারতী ও কল্যাণী বিশ্ববিদ্যাল৷ খেলার শুরুতে সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের উদ্বুদ্ধ করেন৷ এছাড়াও উপস্থিত ছিলেন সিএবি’র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান আশিস চক্রবর্তী, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক,

নিজস্ব প্রতিনিধি— গত চারদিন ব্যাপী সিএবি আয়োজিত আন্তঃরাজ্য বিশ্ববিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় খড়গপুরের সেরসা স্টেডিয়ামে৷ ফাইনালে মুখোমুখি হয়েছিল রবীন্দ্রভারতী ও কল্যাণী বিশ্ববিদ্যাল৷ খেলার শুরুতে সিএবি’র সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের উদ্বুদ্ধ করেন৷

এছাড়াও উপস্থিত ছিলেন সিএবি’র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান আশিস চক্রবর্তী, অবজারভার কমিটির চেয়ারম্যান শ্রীমন্ত মল্লিক, অ্যাপেক্স কমিটির সদস্য অর্ধেন্দু ঘোষ, সিএবি’র ডিস্ট্রিক্ট কমিটির সদস্য রবিন ঘোষ সহ অন্যরা৷ কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৪৩ রান করে৷ তার জবাবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ৬ উইকেটে এই রানকে টপকে চ্যাম্পিয়ন হয়৷ এই খেলায় রবীন্দ্রভারতীর ব্যাটসম্যান সম্রাট নস্কর ম্যান অফ দ্য ম্যাচ হন৷