• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

‘বড় মনের পরিচয় দিক কংগ্রেস’, চ্যালেঞ্জ আপের

জোটের স্বার্থে নাকি কংগ্রেসকে বিপাকে ফেলতে প্রার্থী প্রত্যাহার আপের দিল্লি, ১৫ মার্চ– আপ-কংগ্রেসের যে একেই বলে আদায় কাচকলায় সম্পর্ক তা ফের একবার প্রমাণিত হল শুক্রবার৷ ইন্ডিয়া জোট গঠনের প্রথম দিন থেকে কংগ্রেস-আপ দূরত্ব বেড়েই চলেছে৷ এবার সেই দূরত্বের নতুন নমুমা পাওয়া গেল আপের প্রার্থী প্রত্যাহারের মাধ্যমে৷ বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে একত্রিত হওয়া দলগুলির মধ্যে একাধিক

জোটের স্বার্থে নাকি কংগ্রেসকে বিপাকে ফেলতে প্রার্থী প্রত্যাহার আপের
দিল্লি, ১৫ মার্চ– আপ-কংগ্রেসের যে একেই বলে আদায় কাচকলায় সম্পর্ক তা ফের একবার প্রমাণিত হল শুক্রবার৷ ইন্ডিয়া জোট গঠনের প্রথম দিন থেকে কংগ্রেস-আপ দূরত্ব বেড়েই চলেছে৷ এবার সেই দূরত্বের নতুন নমুমা পাওয়া গেল আপের প্রার্থী প্রত্যাহারের মাধ্যমে৷ বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে একত্রিত হওয়া দলগুলির মধ্যে একাধিক দল জোটের স্বার্থে সামান্যতম স্বার্থত্যাগ করতেও রাজি নয়৷ যা নিয়ে বিভিন্ন রাজ্যে চলছে জোটে জটিলতা বেড়েই চলেছে৷ সেই তালিকায় এবার নাম অসমের৷ যদিও অসমের ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আসনরফা করতে এগিয়ে এসেছে আপ৷ কিন্ত্ত কংগ্রেস তাতে রাজি নয়৷

আসলে কংগ্রেসের সঙ্গে আসনরফা চূড়ান্ত হওয়ার আগেই অসমের ৩ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দেয় আপ৷ উত্তরপূর্ব ভারতের ওই রাজ্যের ১৪ আসনের মধ্যে ৩ কেন্দ্রেই প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় দিল্লির শাসকদল৷ গুয়াহাটি, সোনিতপুর এবং ডিব্রুগড়ে প্রার্থীদের নাম ঘোষণা করে আপ৷ কেজরিওয়ালের দলের প্রার্থীরা প্রচারেও নেমে পড়েন৷

কিন্ত্ত এর পরই কংগ্রেসের সঙ্গে একাধিক রাজ্যে আসনরফা হয়ে যায়৷ দিল্লি, গুজরাত, হরিয়ানা, গোয়া, চণ্ডীগড়ে ঐক্যবদ্ধভাবে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করে কংগ্রেস এবং আপ৷ যদিও সেই রফার অংশ হিসাবে ধরা হয়নি অসমকে৷ দিল্লির ৭ আসনের মধ্যে ৪টি লড়ার সিদ্ধান্ত নেয় আপ৷ গুজরাতের দুটি, হরিয়ানার একটি আসনেও লড়াই করবে দিল্লির শাসকদল৷ চণ্ডীগড়ের একটি এবং গোয়ার দুটি আসনেই কংগ্রেস লড়বে বলে ঠিক হয়৷

এবার আপ জানিয়ে দিল, ইন্ডিয়া জোটের স্বার্থে সর্বোচ্চ আত্মত্যাগে রাজি তাঁরা৷ ওই ৩ কেন্দ্রের মধ্যে গুয়াহাটি থেকে প্রার্থী প্রত্যাহার করেছে আপ৷ তাঁদের দাবি, এবার কংগ্রেসও বড় মনের পরিচয় দিক৷ বাকি দুটি আসনের প্রার্থীপদ প্রত্যাহার করুক তাঁরাও৷ কিন্ত্ত কংগ্রেস তাতে রাজি নয়৷ অসমের ১৪ আসনের ১৩টিতে ইন্ডিয়া জোটের তরফে লড়ছে কংগ্রেস৷ আরেকটি আসনে লড়ছে কংগ্রেসেরই জোটসঙ্গী অসম জাতীয় পরিষদ৷ আপের জন্য দুটি আসন কোনওভাবেই ছাড়তে চায় না হাত শিবির৷

তবে আপের এটি স্বার্থত্যাগ নাকি কংগ্রেসকে বিপাকে ফেলার ইচ্ছা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন৷ কারণ কংগ্রেস যদি এই প্রার্থী সমঝোতায় রাজী না হয় তাহলে প্রমানিত হবে যে কংগ্রেসই কোনও সমঝোতায় যেতে চায় না৷