• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

বিজেপির বিরুদ্ধে ‘প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ছেলেকে নির্দল প্রার্থী ঘোষণা কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৪ মার্চ– প্রার্থী তালিক প্রকাশ হতেই বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুললেন কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা৷ ঈশ্বরাপ্পার এই অভিযোগে লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থিতালিকা ঘোষণার পরেই অস্বস্তির মুখে কর্ণাটক বিজেপি৷ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ঘোষণা করেন, ‘আমার ছেলে কান্তেশ নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়বে৷’ বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে

বেঙ্গালুরু, ১৪ মার্চ– প্রার্থী তালিক প্রকাশ হতেই বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুললেন কর্ণাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা৷ ঈশ্বরাপ্পার এই অভিযোগে লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থিতালিকা ঘোষণার পরেই অস্বস্তির মুখে কর্ণাটক বিজেপি৷ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেএস ঈশ্বরাপ্পা বৃহস্পতিবার বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে প্রতিশ্রুতিভঙ্গের অভিযোগ তুলে ঘোষণা করেন, ‘আমার ছেলে কান্তেশ নির্দল প্রার্থী হিসাবে লোকসভা ভোটে লড়বে৷’

বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে তোপ দেগে ঈশ্বরাপ্পার দাবি, ২০২২ সালে কর্ণাটকের বিধানসভা ভোটের সময় তৎকালীন রাজ্য বিজেপির সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, হাভেরী আসনটি কান্তেশকে ছাড়া হবে৷ কিন্ত্ত মঙ্গলবার ঘোষিত প্রার্থিতালিকায় দেখা গিয়েছে ওই আসনে পদ্ম চিহ্নে লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই৷ ঘটনাচক্রে, কর্ণাটক বিজেপির সভাপতি পদে এখন রয়েছেন ইয়েদুরাপ্পা-পুত্র বিজয়েন্দ্র৷

উল্লেখ্য, ইয়েদুরাপ্পার জেলা শিবমোগ্গার প্রভাবশালী বিজেপি নেতা ঈশ্বরাপ্পা ১৯৮৯ সালে কংগ্রেসের হাত থেকে শিমোগা ছিনিয়ে নিতে পেরেছিলেন তৎকালীন তরুণ বিজেপি নেতা ঈশ্বরাপ্পা৷ সেই থেকে টানা জিতেছিলেন ২০১৮ পর্যন্ত৷ ২০২২ সালের গোড়ায় দুর্নীতি এবং এক ঠিকাদারকে আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত হয়েছিলেন৷ তার জেরে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিতে বাধ্য হন৷ এর পর বিধানসভা ভোটেও টিকিট পাননি তিনি৷ তাঁর ছেলে কান্তেশকেও মনোনয়ন দেওয়া হয়নি৷

সে সময় জল্পনা তৈরি হয়েছিল, প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেট্টার এবং আর এক প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লক্ষ্মণ সড়াভীর মতো ঈশ্বরও কংগ্রেসে যোগ দেবেন৷ কিন্তু তিনি কংগ্রেসে জাননি৷ তাই  স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে ঈশ্বরাপ্পাকে ধন্যবাদ জানিয়েছিলেন৷ ঈশ্বরাপ্পা বৃহস্পতিবার বলেন, ‘সে সময় ইয়েদুরাপ্পা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, লোকসভা ভোটে হাভেরীতে কান্তেশকে প্রার্থী করা হবে৷ কিন্ত্ত তা মানা হল না৷’