• facebook
  • twitter
Wednesday, 25 September, 2024

আজ হরিয়ানা বিধানসভায় আস্থা ভোট

কুরুক্ষেত্র, ১৩ মার্চ: হরিয়ানায় গতকাল মঙ্গলবার বিজেপি-র জোট সরকারে অমঙ্গলের বার্তা আসে। লোকসভার আসন ভাগাভাগি নিয়ে ভেঙে যায় জেজেপি ও বিজেপি-র জোট সরকার। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সহ গোটা মন্ত্রিসভা। এরপর ফের এদিন বিকেলেই সরকার গঠন করে বিজেপি। ৯০ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপির ঝুলিতে রয়েছে ৪১ জন বিধায়ক। ফলে ফের সরকার গঠন করে একক

কুরুক্ষেত্র, ১৩ মার্চ: হরিয়ানায় গতকাল মঙ্গলবার বিজেপি-র জোট সরকারে অমঙ্গলের বার্তা আসে। লোকসভার আসন ভাগাভাগি নিয়ে ভেঙে যায় জেজেপি ও বিজেপি-র জোট সরকার। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সহ গোটা মন্ত্রিসভা। এরপর ফের এদিন বিকেলেই সরকার গঠন করে বিজেপি। ৯০ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপির ঝুলিতে রয়েছে ৪১ জন বিধায়ক। ফলে ফের সরকার গঠন করে একক বৃহত্তম বিজেপি। মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপি-র নায়াব সিং সাইনি।

কিন্তু, এবার বিজেপি-কে হরিয়ানা বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আজ বুধবার আস্থা ভোট। সেজন্য ৯০ আসন বিশিষ্ঠ হরিয়ানা বিধানসভায় আস্থা ভোটে ন্যূনতম ৪৬জন বিধায়কের ভোট পেতে হবে। বিজেপি-র দলীয় সূত্রে জানা গিয়েছে, ৬ জন নির্দল ও আরও অন্যদলের বিধায়ক তাঁদেরকে সমর্থন করছেন। সেজন্য আস্থা ভোটে তারা সফল হবে বলে দাবি করেছে গেরুয়া বিজেপি। এদিকে আজ আস্থা ভোটে অধিবেশন কক্ষে উপস্থিত রয়েছেন জেজেপি-র ৪ বিধায়ক। আসন্ন লোকসভা ভোটের মুখে তাঁদের সমর্থন কোন দিকে যায়, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ।