• facebook
  • twitter
Friday, 20 September, 2024

বর্ধমানের লোক আদালতে ছয় হাজার মামলা গ্রহণ 

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১০ মার্চ: জেলা আদালতের চলতি বছরের প্রথম লোক আদালত সংগঠিত হলো শনিবার। প্রথমদিনেই প্রায় ছয় হাজার মামলা গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। চলতি বছরে মোট চারটি লোক আদালতের আয়োজন করা হবে বলে আদালত জানিয়েছে। বর্ধমান পূর্ব বর্ধমান জেলা আদালতে মামলাকারিদের তিল ধারণের জায়গা ছিল না। পূর্ব বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১০ মার্চ: জেলা আদালতের চলতি বছরের প্রথম লোক আদালত সংগঠিত হলো শনিবার। প্রথমদিনেই প্রায় ছয় হাজার মামলা গ্রহণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে। চলতি বছরে মোট চারটি লোক আদালতের আয়োজন করা হবে বলে আদালত জানিয়েছে। বর্ধমান পূর্ব বর্ধমান জেলা আদালতে মামলাকারিদের তিল ধারণের জায়গা ছিল না।

পূর্ব বর্ধমান জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির সম্পাদিকা সুতপা মল্লিক জানান, ‘ বিভিন্ন ধরণের মামলা এদিন আদালতে এসেছে। বিদ্যুৎ বিভাগ সংক্রান্ত মামলা, ছোটোখাটো ঝামেলা সংক্রান্ত মামলা, ব্যাংকের প্রি- লিটিগেশন মামলা, বৈবাহিক সম্পর্কগত মামলা সহ নানা ধরণের মামলা তার  মধ্যে উল্লেখযোগ্য। এই সমস্ত মামলার অনেকটাই নিষ্পত্তি হয়ে যাবে বলে তিনি জানান। কিছু মামলা মিটতে কিছু সময় হয়তো লাগবে। তবে এদিন দারুণ সাড়া মিলেছে মামলাকারীদের পক্ষ থেকে। আশা করা যাচ্ছে আগামী মামলার দিনগুলোতেও আদালত এইভাবেই সক্রিয় ভূমিকা গ্রহণ করবে।’